Fat Free Resume Preparation Tips for IT Jobs

একজন রিক্রুটার গড় পড়তা একটা রিজিউম দেখার জন্য ৩০ – ৬০ সেকেন্ড সময় দেন। এই ৬০ সেকেন্ড এর ভেতর তিনি সিদ্ধান্ত নেন আরো একবার তিনি রিজিউমটা পড়বেন কিনা। তার মানে আপনার রিজিউম যত ছোট তত দ্রুত পড়া শেষ হবে এবং ২য় বার পড়ার সুযোগ বেশি তৈরি করবে। সিভি এবং রিজিউমের ভেতরও পার্থক্য আছে। আজকে বেশ কিছু পরামর্শ দেওয়ার চেস্টা করব আর সেই সাথে কিভাবে “Fat Free Resume” তৈরি করা যায় তা ধাপে ধাপে লেখার চেস্টা করব।

CV – long, covers your entire career, static
Resume – short, no particular format rule, highly customizable

আমি সাজেশন দেব, রিজিউম পাঠাবেন, সিভি না। চাইলে দুইটা ফাইল বানাতে পারেন, আগে রিজুম, এরপর সিভি এটাচ করুন।

অনেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখেন। যদি একটু চিন্তা করেন আপনাকে হায়ার করার আগে এটা কারো জানা কতখানি জরুরী ? বড় জোর আপনার নামের নিচে বর্তমান ঠিকানা সংক্ষেপে লিখতে পারেন। যেমন

Mr. Xyz Abc
Kataban, Dhaka -1205

যদি দরকার হয়, আপনার কাছ থেকে ডিটেইল জেনে নিবে বা ইন্টারভিউতে প্রশ্ন করবে।

অনেকে শিক্ষাগত যোগ্যতায় SSC, HSC, Hons, Masters (if) সব গুলো ডিটেইলস লিখেন। ডিটেইলস মানে কত সালে পাশ, সিজিপিএ ইত্যাদি ইত্যাদি। আমি সাজেশন দেব, শুধু শেষ দুইটা লিখুন। যদি Hons পর্যন্ত হয় শেষটা ডিটেইলস লিখুন আর তার আগের টা সংক্ষেপে। আপনি কোন স্কুলে বা কলেজে পড়েছেন আইটি চাকরির জবে এটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, দরকার হলে জেনে নিবে।

অনেকে রেফারেন্স লিখেন শেষে প্রায় দুই বা তিন জনের। আমি সাজেশন দিব বড় জোড়, আপনার থিসিস স্যার বা এডভাইজার স্যার এর নাম লিখুন। খুব কম ক্ষেত্রেই এই গুলো যাচাই করা হয়।

অনেকে অন্যকে দিয়ে রিজুম লেখিয়ে নেয় বা অন্যের রিজুম থেকে দেখে দেখে কপি করে, এটা করবেন না। আপনি এর চেয়ে অনেক কঠিন কাজ করতে পারেন, রিজিউম লেখিয়ে নেওয়া শুধুমাত্র অলসতা ছাড়া আর কিছু না, আপনি ফরম্যাট দেখতে পারেন অন্যের থেকে।

ফ্রেসারদের যদি কোন এক্সপেরিয়েন্স না থাকে (থাকার কথা না কিন্তু এরপরেও যারা এক্টিভ তারা ছাত্রজীবনেও টুক টাক পার্ট টাইম জব করেন না ফ্রিল্যান্স করেন, এটা করতে হবেই তা আমি বলছি না) তাহলে স্কিল যত বেশি সহজ এবং পরিস্কার করে লিখুন।

এমন অর্ডারে লিখতে পারেন (সেকশন গুলো)

১। বামে নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা, ডানে ছবি
২। ৩/৪ লাইন ক্যারিয়ার অব্জেক্টিভ (আপনি সুপারম্যান এই রকম কিছু লিখবেন না)
৩। স্কিল সেট (অনেকে আগেই এডুকেশন লিখেন, আমি সাজেক্ট করব এটা পরে লিখেন)
৪। এক্সপেরিয়েন্স যদি থাকে তাহলে স্কিলের পরে
৫। এখন এডুকেশন
৬। রেফারেন্স দিতে পারেন নাও দিতে পারেন

যদি এক পাতাতে হয় তাহলে ভালো না হলে সর্বোচ্চ দুই পাতা

আপনার একটা ব্যক্তিগত ওয়েব সাইট থাকা ভালো, এক হাজার টাকায় ডোমেইন পাওয়া যায় এক বছরের জন্য। ফ্রি হোস্টিং হিসাবে ওয়ার্ডপ্রেস , গিটহাব ব্যবহার করা যায়। নিজের একটা পোর্টফোলিও সাইট আর সেই সাথে আপনি যা রেগুলার শিখছেন সেই গুলো নিয়ে পরিস্কার বাংলা বা পরিস্কার ইংলিশে রেগুলার লিখুন।

আপনার ব্যক্তিগত ভাবে করা প্রজেক্ট গুলো গিটহাবে শেয়ার করুন। কেউ শুধুমাত্র গিটহাবে আপ্লোড করেই ক্লান্ত বোধ করে কেউ কেউ প্রজেক্ট এর ডেসক্রিপশন লিখে, যেহেতু প্রজেক্ট রান না করে কার্যকারিতা এবং দেখতে কেমন তা বুঝা যায় না তাই পারলে কিছু স্ক্রিনশট দিয়ে রাখুন। ডিজাইন ফোকাসড ক্যারিয়ার হলে ড্রিব্বল, বিহ্যান্স এই ধরনের সাইটে নিজের পোর্টফোলিও তৈরি করুন।

লিঙ্কডইনে নিজের একাউন্ট খুলুন এবং সকল তথ্য পূরন করুন, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, গিটহাব বা এই ধরনের সাইট এর লিঙ্ক রিজিউমে অন্তর্ভুক্ত করুন।

বাংলিশ কোথাও কোন প্রফেশনাল কাজে ব্যবহার করবেন না। আমি বলব, আপনি কোথাও ব্যবহার করবেন না।

রিজিউম ইমেইল করবেন পিডিএফ ফরম্যাটে, ফাইলে নিজের নাম দিতে পারেন, ফাইলের নাম সব লোয়ার কেস, নামের ভেতর স্পেস থাকতেই পারে তাই তা আন্ডারস্কোর দিয়ে রিপ্লেস করুন, যেমন xyz_abc.pdf। ব্রাউজার থেকে জিমেইল বা এই ধরনের ইমেইল ক্লায়েন্ট দিয়ে ডাউনলোড না করেই পিডিএফ পড়া যায়।

রিজিউমে লাল, নীল, সবুজ ইত্যাদি রং এর লেখা না দেওয়া উচিৎ।

রিজিউম হচ্ছে আপনার বিজ্ঞাপন, নিজের সহজ এবং সংক্ষিপ্ত প্রকাশ।

আমার সব পরামর্শের সাথে বিজ্ঞজনেরা একমত না হতেও পারেন তবে পরামর্শ গুলো মেনে যদি রিজিউম পরিবর্তন বা নতুন করে লিখেন আশা করি আপনি লাভবান হবেন।

যারা লেখা পড়ার সাথে সাথে আজকেই রিজিউম ফ্যাট ফ্রি করার চেস্টা করবে তারা আগামীকাল যারা করবে তাদের থেকে একদিন এগিয়ে থাকবে।

আমাকে লিঙ্কডইন এবং টুইটারে ফলো করতে পারেন.

Find this article english version in medium and linkedin.

Image credit undraw.co

আমাদেরপ্রযুক্তি ফোরাম-নির্দিষ্ট কোন ফোরামের লেটেস্ট পোস্টের আর.এস.এস ফীড

rss-icons-collection-by-cadenheadতথ্যের সহজ আদান প্রদানের অন্যতম মাধ্যম হলো আর.এস.এস. ফীড । পিএইচপিবিবি৩ এর সাথে ডিফল্ট কোন আর.এস.এস. ফীড অপশন না থাকায় একদম প্রথম দিকে একটি ছোট মড (মডিফিকেশন) বানিয়েছিলাম আর.এস.এস. ফীডের জন্য (মূল পিএইচপিবিবি সাইটে এখানে মডটি পাওয়া যাবে যদিও সময়ের অভাবে ঐখানে আর অনেক দিন আপডেট করি নাই।)। আমাদের প্রযুক্তি সর্বশেষ পোস্টের জন্য আর.এস.এস. ফীডের লিঙ্ক ফোরামের একদম উপরের দিকে ডান পাশে পাবেন। Continue reading

প্রকাশিত হলো আমাদের প্রযুক্তি’র ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’

magcoverপ্রকাশিত হলো আমাদের প্রযুক্তির ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’-এর প্রথম সংখ্যা এবং সফটওয়্যার স্বাধীনতা দিবস বিশেষ সংখ্যা।তাই এবারের সংখ্যা সাজানো হয়েছে উন্মুক্ত সোর্স বিষয়ক সকল লেখা দিয়ে।আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন সময় প্রকাশিত উন্মুক্ত সোর্স ও লিনাক্স বিষয়ক লেখার পাশাপাশি রয়েছে অন্যান্য ওপেন সোর্স বিষয়ক ওয়েব সাইট ও পত্রিকায় প্রকাশিত কিছু লেখাও। উন্মুক্ত সোর্স সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারনা আছে। এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারীই মনে করেন উন্মুক্ত সোর্স মানেই বিনামূল্যের কিছু সফটওয়্যার। তাই লেখা বাছাইয়ের ক্ষেত্রে লিনাক্স বিষয়ক টিপস এবং টিউটোরিয়ালের বদলে উন্মুক্ত সোর্স বিষয়ক সচেতনতামূলক লেখাকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি যা উন্মুক্ত সোর্স সম্পর্কে পাঠককে সচেতন করে তোলার পাশাপাশি এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। খুবই অল্প সময়ে প্রকাশ করায় অনিচ্ছা স্বত্ত্বেও বেশ কিছু ভুল-ত্রুটি রয়েছে এই প্রকাশনায় যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এসব ভুল ত্রুটিকে পেছনে ফেলে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরোও সুন্দর এবং বিষয়ভিত্তিক ই-সাময়িকী উপহার দেয়ার। ই-সাময়িকীর ব্যাপারে সকলের গঠনমূলক মতামত ও পরামর্শ কামনা করছি। ধন্যবাদ।


ফরম্যাটঃ পিডিএফ
মোট পৃষ্টাঃ ৭৪
ফন্টঃ সোলায়মানলিপি
ডাউনলোডঃ লিঙ্ক

নিজের পোস্ট দেখান নিজের ব্লগেঃ সদস্য পোস্টের rss feed ফিচার

সেইদিন কারিগর নতুন একটা আইডিয়া দিয়েছিলো যে যদি এমন সুবিধা থাকে যে নিজের ব্লগে নিজের পোস্টগুলো (আমাদেরপ্রযুক্তি ফোরামের) দেখানো যেত আর এস এস ফিড হিসাবে বেশ ভালো হতো। ঠিক এই সুবিধাই চালু করা হলো আজ থেকে। কোন টপিক দেখার সময় ডান পাশের দিকে সদস্যের প্রোফাইল অংশ পোস্ট সংখ্যা বা পোস্ট দেখুন লিঙ্কের পাসে rss লেখা নতুন একটা লিঙ্ক যুক্ত করা হলো। অথবা কারো প্রোফাইলেও ঢুকেন তাহলে একই ধরনের rss লিঙ্ক পাবেন।
নিজের পোস্টগুলোকে লিস্ট করে নিজের ব্লগে দেখানোর পাশাপাশি প্রিয় কোন সদস্যের পোস্টও দেখাতে পারেন একই ভাবে।
আগামীতে যেকোন ফোরাম বা সাবফোরামের পোস্টগুলো একই ভাবে আর এস এস ফিডের মাধ্যমে পড়ার সুবিধা আনা হবে।

এই বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামে দেখুন এখানে

Bangla Virtual Keyboard Scripts for Web Pages is released

Lastly I completed the bengali virtual keyboard (both popup and inline) for web page. Ekushey.org released these scripts.

News from ekushey site:

Bangla Virtual Keyboard Scripts for Web Pages is released. Sabuj Kundu did an excillent job by making this release. Now people who don’t know any keyboard layout for typing Bangla can write Bangla on Web pages. Somewhereinblog, Amader Projukti forum is using this kind of Bangla input system. Now anyone can use these scripts and let user input with Bangla on their web pages.

Both scripts are available here.

BTW, I am working to integrate bangla writing scripts like phonetic,unijoy and probhat to tinyMCE. For this I have already developed a plugin . It’s like a popup virtual keyboard and have opportunity to insert text by from it with fixed keyboard options. Now I am trying to do it directly.

Thank you.

PHPBB3 Forum-1

For the last 5/6 months I am working with PHPBB3 forum engine. I think most of you are  knwon about  forum or bulletin board. PHPBB is a  free and well known bulletin board. It’s so easy to install it and lot’s of control. As I am getting expert in phpbb so I have decided to make an easy tutorial for phpbb and certainly about it’s later version that is phpbb3. As I like to working with bangla computing so there the tutorial will be both in english and bengali language. I think people who knows bangla may get better support from this tutirial.

Me and one of my friend have done the bengali translation of phpbb3 that is currently used in the forum name amaderprojukti.com. By for this time. I am coming soon with details about phpbb3.

Google on screen keyboard for bengali language

Some days ago I came to know about the google’s on screen keyboard for writing bangla. Many of us use google as home page. Google provide two types of home page one is ‘classic home page ‘ that we maximum people use  and second one is iGoogle home page. igoogle is personalized home page. It’s like pageflakes home that means many small application like email reader, google reader, dictionary, search etc can be add and remove any time to this page… Goolge has a this type of api for it’s igoogle page for writing bangla(বাংলা-bn) and it’s name is on screen bangla keyboard.

Any one can add this to his/her google home page.To add it just click here.

Have fun with this google api if you like to like to write bangla in webpage.
note: this api just works in google home page and no where…
——————-
Thanks

Probhat web based layout

Today I am releasing the web based  script  of  probhat(প্রভাত) keyboard। Probhat is a bengali unicode based keyboard layout designed by Ankur inspired from Rupali layout. This java script can be used in any blog,forum easily to write bangla in unicode without any external software. It’s under LGPL license and any one can use it following LGPL’s rules. I have released it on behalf of amaderprojukti forum(আমাদের প্রযুক্তি ফোরাম).To download the file please visit amaderprojukti forum .

To test the script see these two inks:link1,link2.

Thank,

manchumahara