in Amaderprojukti Forum, Bangla Computing

আমাদেরপ্রযুক্তি ফোরাম-নির্দিষ্ট কোন ফোরামের লেটেস্ট পোস্টের আর.এস.এস ফীড

rss-icons-collection-by-cadenheadতথ্যের সহজ আদান প্রদানের অন্যতম মাধ্যম হলো আর.এস.এস. ফীড । পিএইচপিবিবি৩ এর সাথে ডিফল্ট কোন আর.এস.এস. ফীড অপশন না থাকায় একদম প্রথম দিকে একটি ছোট মড (মডিফিকেশন) বানিয়েছিলাম আর.এস.এস. ফীডের জন্য (মূল পিএইচপিবিবি সাইটে এখানে মডটি পাওয়া যাবে যদিও সময়ের অভাবে ঐখানে আর অনেক দিন আপডেট করি নাই।)। আমাদের প্রযুক্তি সর্বশেষ পোস্টের জন্য আর.এস.এস. ফীডের লিঙ্ক ফোরামের একদম উপরের দিকে ডান পাশে পাবেন। [code=’css’] http://forum.amaderprojukti.com/rss.php[/code] পরবর্তীতে যে কোন ইউজারের লেটেস্ট পোস্ট দেখার জন্যও আর.এস.এস. ফীড যুক্ত করা হয়েছিলো যা দিয়ে কোন ইউজার আমাদের প্রযুক্তিতে তার সর্বশেষ পোস্ট অন্য কোথাও বা নিজের ব্লগে দেখাতে পারবেন এবং কেউ চাইলে তার পছন্দের কারো সর্বশেষ পোস্ট নিজের ব্লগে দিতে পারবেন। আজ যে কোন ফোরাম বা সাবফোরামের জন্য আর.এস.এস. ফীড যুক্ত করা হয়েছে। আশা করি এখন থেকে যে কেউ তার পছন্দের ফোরাম বা সাব ফোরামের সর্বশেষ পোস্টগুলো নিজের ব্লগে দেখাতে পারবেন। আর এর মাধ্যমে আমাদের প্রযুক্তি সাইটের তথ্য অন্য সাইটে আরো স্পেসিফিক ভাবে দেখানো সম্ভব হবে। একটু টেকনিক্যালি যদি বলি তাহলে, ধরুন আপনি চাইছেন লিনাক্স ফোরামের সর্বশেষ পোস্টগুলো আর.এস.এস. এর মাধ্যমে দেখতে। যদি লিনাক্স ফোরামের এড্রেস খেয়াল করেন তাহলে দেখবেন এটা এই রূপঃ [code=’css’] http://forum.amaderprojukti.com/viewforum.php?f=42[/code] অর্থাৎ লিনাক্স সাব ফোরামের আইডি (f) 42. তাই যদি শুধু লিনাক্স ফোরামের ফীড চান তাহলে ফীডের লিঙ্ক হবে এই রূপঃ [code=’css’] http://forum.amaderprojukti.com/forumrss.php?fid=42[/code] যেকেউ ফোরামের হোম পেজ (পোর্টাল পেজ) দেখলেই বুঝতে পারবেন যে কোন ফোরাম বা সাবফোরামের পাশে একটি করে আর.এস.এস. আইকন আছে। ঐ আইকনের লিঙ্কই আপনার কাংখিত আর.এস.এস. লিঙ্ক নির্দিষ্ট ঐ ফোরামের জন্য। ফোরাম গুলোর পাশে আর.এস.এস. আইকন খারাপ লাগছে না কিন্তু সাবফোরামগুলো পাশের আইকন থাকায় একটু নয়েজি হয়ে গেছে মনে হচ্ছে তবে দেখতে দেখতে ঠিক হয়ে যাবে দুই একদিনে। তবে এবিষয়ে আপনাদের মতামত আশা করছি। এটা করা যেতে পারে যে সাবফোরাম গুলোর পাশে আইকন লিঙ্ক শো করবো না শুধু ফোরাম গুলোর পাশের করবো। কিন্তু উপরের টেকনিক্যাল আলোচনায় যেভাবে কোন নির্দিষ্ট ফোরামের জন্য আর.এস.এস. লিঙ্ক বের করার নিয়ম দেখিয়েছি তা প্রয়োগ করেই যে কোন সাব ফোরামের জন্য পাওয়া যাবে। তথ্য[১] ফোরাম আর.এস.এস. ফীড w3 school ভ্যালিড না হবার সম্ভাবনা ১০০% কারণ বাংলা কন্টেন্ট থাকলে অনেক ঝামেলা করে ভ্যালিডেশন পাশ করতে এবং সেই সাথে পোস্টের ভেতর থেকে অনেক কিছু ঝেরে মুছে ক্লিয়ার করতে হয় যা সময়ের অভাবে সম্ভব হয়নি। তবে কাজ চলার মতো হবে আশা করি তথ্য[২] মডারেটরগন যদি ফোরামে লগিন থাকেন বা নিজের পিসির কুকিতে সাইটের লগিন ইনফোমেশন থেকে যায় তাহলে নিজের পিসিতে একই ব্রাউজার দিয়ে নিজের ব্লগ বা অন্য কোথাও মড জোনের পোস্টগুলোও আর.এস.এস. ফীডের মাধ্যমে দেখতে পারবেন। অর্থাৎ ফীড ইউজার এথেন্টিকেশন অনুসারে শো করবে। যদি কারোন কোন ফোরাম বা সাবফোরামে এক্সেস না থাকে কিন্তু কোন ভাবে হিডেন ফোরামের আইডি বের করে ফীড দেখার চেস্টা করেন তাহলে কাজ করবে না। অফটপিকঃ ধন্যবাদ >:D< বিঃ দ্রঃ এই বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামে পোস্ট এখানে