Detect browser name and version using js

I was trying to detect browser version and browser name using java script. I got so many techniques but I am happy with jquery’s one. It’s pretty simple and small block of code. Just check the bellow code that I got from jquery. As it is not possible to use the whole js library all the time but I like to use some part of it or follow the techniques for cross browser tasks. 😀
[sourcecode language=’css’]
//Detect browser version
var userAgent = navigator.userAgent.toLowerCase();
// Figure out what browser is being used
var browser = {
version: (userAgent.match( /.+(?:rv|it|ra|ie)[\/: ]([\d.]+)/ ) || [])[1],
safari: /webkit/.test( userAgent ),
opera: /opera/.test( userAgent ),
msie: /msie/.test( userAgent ) && !/opera/.test( userAgent ),
mozilla: /mozilla/.test( userAgent ) && !/(compatible|webkit)/.test( userAgent )
};
alert(‘Browser Version=’+browser.version.toString()+ ‘ Safari=’+(browser.safari? ‘Yes’: ‘No’)+’ Opera=’+(browser.opera? ‘Yes’: ‘No’)+’ IE=’+(browser.msie? ‘Yes’: ‘No’)+’ FF=’+(browser.mozilla? ‘Yes’: ‘No’));
//end browser detection
[/sourcecode]

Edit: Here one thing you may be confused about the test() method. It’s a builtin function in js. The test() method is used to search for a match of a regular expression in a string.

Here’s some links about Test();

  1. Email Address valiadtion
  2. W3 school link

নিজের পোস্ট দেখান নিজের ব্লগেঃ সদস্য পোস্টের rss feed ফিচার

সেইদিন কারিগর নতুন একটা আইডিয়া দিয়েছিলো যে যদি এমন সুবিধা থাকে যে নিজের ব্লগে নিজের পোস্টগুলো (আমাদেরপ্রযুক্তি ফোরামের) দেখানো যেত আর এস এস ফিড হিসাবে বেশ ভালো হতো। ঠিক এই সুবিধাই চালু করা হলো আজ থেকে। কোন টপিক দেখার সময় ডান পাশের দিকে সদস্যের প্রোফাইল অংশ পোস্ট সংখ্যা বা পোস্ট দেখুন লিঙ্কের পাসে rss লেখা নতুন একটা লিঙ্ক যুক্ত করা হলো। অথবা কারো প্রোফাইলেও ঢুকেন তাহলে একই ধরনের rss লিঙ্ক পাবেন।
নিজের পোস্টগুলোকে লিস্ট করে নিজের ব্লগে দেখানোর পাশাপাশি প্রিয় কোন সদস্যের পোস্টও দেখাতে পারেন একই ভাবে।
আগামীতে যেকোন ফোরাম বা সাবফোরামের পোস্টগুলো একই ভাবে আর এস এস ফিডের মাধ্যমে পড়ার সুবিধা আনা হবে।

এই বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামে দেখুন এখানে

প্রজন্ম ফোরামের ৪র্থ আড্ডা থেকে ঘুরে আসলাম

আজ ছিলো প্রজন্ম ফোরামের ৪র্থ আড্ডা। আগের তিনবারের চেয়ে এইবার আয়োজন বেশ বড় ছিলো। বিকাল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠান শুরু হয়। স্থান ছিলো ধানমন্ডি লেকের পানসি রেস্তোরা। প্রায় ৫০ জনের মতো সদস্য, অতিথি ছিলেন। শুরুতেই পরিচয় পর্ব ছিলো। অনেক ভার্চুয়াল মানুষের সাথে পরিচয় হলো। নতুন করে যাদের সাথে ফিজিক্যালি পরিচয় হলো যাদের সাথে অনলাইন পরিচয় ছিলো বা যাদের অনলাইনে চিনি (অনেকের সাথেই আগে দেখা হয়েছে তাই আর সবার নাম উল্লেখ করছি না) যেমন সুহৃদ সরকার, মাহমুব মোর্শেদ, মনি(প্রজন্ম ফোরাম), শিপলু ভাই, মেহেদি আকরাম, ডার্কলর্ডসহ আরো অনেকে। পরিচয় পর্ব শেষে ফোরামের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও আলোচনা ছিলো বেশ কিছুক্ষন। এরপর খাওয়া দাওয়া বুফে টাইপ। সব মিলিয়ে বেশ মজা হলো।
এইখানে আড্ডার বেশ কিছু ছবি পাওয়া যাবে। এতো সুন্দর একটা গেট২গেদার এর আয়োজন করার জন্য প্রজন্ম ফোরাম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।

এ বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামের আমার পোশট এই খানে