দেওয়াল

একটা উচু দেওয়ালের সামনে প্রতিদিনই দাঁড়ায় আর
ভাবি এই দেওয়ালটার তৈরি না হলে কি খুব ক্ষতি হতো ?

মাঝে মাঝে ভাবি দেওয়ালটি জবরদস্তি করে ভেঙ্গে ফেলি কিংবা
এতো দূরে পালিয়ে যায় যেখান থেকে আমি চাইলেও এই দেওয়ালের কাছে আসতে পারবো না … হে হে

ধরে নিলাম, আমি দেওয়াল ভেঙ্গে ফেলেছি কিন্তু
এইযে এতো বছর ধরে মনের ভেতর আর এক বিশাল দেওয়াল তৈরি হয়েছি সেটার কি হবে ?

ভাবছো আমি নিরাশাবাদী … হে হে না ঠিক তেমনটি নয়, আমি জানি আমি একদিন এই মনের দেওয়ালও ভেঙে ফেলবো, তারপর ?
দেওয়ালের ওপাশে যা আশা করেছিলাম তা থাকবেতো, নাকি সবই ফাঁকি।।

ভাবছি দেওয়ালের প্রতিপালককে ধমক দিয়ে বলি,
ফাজলামি পাইছো, ইচ্ছা হইলো আর দেওয়াল তুলে মজা দেখো না ?
———————————————————————————-
২৫.০৪.২০১০
উৎসর্গঃ একটি অদৃশ্য দেওয়াল এবং তার প্রতিপালককে