দেওয়াল

একটা উচু দেওয়ালের সামনে প্রতিদিনই দাঁড়ায় আর
ভাবি এই দেওয়ালটার তৈরি না হলে কি খুব ক্ষতি হতো ?

মাঝে মাঝে ভাবি দেওয়ালটি জবরদস্তি করে ভেঙ্গে ফেলি কিংবা
এতো দূরে পালিয়ে যায় যেখান থেকে আমি চাইলেও এই দেওয়ালের কাছে আসতে পারবো না … হে হে

ধরে নিলাম, আমি দেওয়াল ভেঙ্গে ফেলেছি কিন্তু
এইযে এতো বছর ধরে মনের ভেতর আর এক বিশাল দেওয়াল তৈরি হয়েছি সেটার কি হবে ?

ভাবছো আমি নিরাশাবাদী … হে হে না ঠিক তেমনটি নয়, আমি জানি আমি একদিন এই মনের দেওয়ালও ভেঙে ফেলবো, তারপর ?
দেওয়ালের ওপাশে যা আশা করেছিলাম তা থাকবেতো, নাকি সবই ফাঁকি।।

ভাবছি দেওয়ালের প্রতিপালককে ধমক দিয়ে বলি,
ফাজলামি পাইছো, ইচ্ছা হইলো আর দেওয়াল তুলে মজা দেখো না ?
———————————————————————————-
২৫.০৪.২০১০
উৎসর্গঃ একটি অদৃশ্য দেওয়াল এবং তার প্রতিপালককে

এবং আমি

মনের ভেতর সব সময় একটা অস্থিরতা অনুভব করি
দিনে দিনে এই অস্থিরতা গতিশীল-স্থির রূপ নিয়েছে।
একটা প্রচন্ড ভবঘুরে ঝড় সব সময় তাড়া করে,
এই অস্থিরতাই আমার চলার শক্তি, আমার অনুপ্ররণা।

পথকে কখনো ভুলিনি, পথই ভুলে গেছে আমাকে বারে বার,
আর এই পথের টানেই যত অস্থিরতা, ভবঘুরে নেশা।

কখনো স্থির হতে চাই না, তাহলে আমার পথা চলা থেমে যাবে!

১৩।০৪।২০১০
সবাইকে আগাম শুভ বাংলা নববর্ষ ১৪১৭
উৎসর্গঃ তোকে