in Bangla Blogs

এবং আমি

মনের ভেতর সব সময় একটা অস্থিরতা অনুভব করি
দিনে দিনে এই অস্থিরতা গতিশীল-স্থির রূপ নিয়েছে।
একটা প্রচন্ড ভবঘুরে ঝড় সব সময় তাড়া করে,
এই অস্থিরতাই আমার চলার শক্তি, আমার অনুপ্ররণা।

পথকে কখনো ভুলিনি, পথই ভুলে গেছে আমাকে বারে বার,
আর এই পথের টানেই যত অস্থিরতা, ভবঘুরে নেশা।

কখনো স্থির হতে চাই না, তাহলে আমার পথা চলা থেমে যাবে!

১৩।০৪।২০১০
সবাইকে আগাম শুভ বাংলা নববর্ষ ১৪১৭
উৎসর্গঃ তোকে

Comments are closed.