ধরুন আপনার ওয়ার্ড প্রেস ব্লগের(সেলফ হোস্টেড) লিঙ্ক যদি হয় http://www.mysite.com তাহলে আপনার এডমিন প্যানেলে ঢুকার লিঙ্ক হবে এই রকমঃ http://www.mysite.com/wp-admin । এই পাতায় গেলেই বিশাল একটা ওয়ার্ড প্রেসের ছবি। আপনি চাইলেই কিন্তু এই ছবি, ছবির উপর মাউস নিলে যে টুপ টিপ/টাইটেল(powered by wordpress ) দেখায় এবং ছবিটার লিঙ্ক (ডিফল্ট ওয়ার্ড প্রেস সাইটের লিঙ্ক থাকে) ইত্যাদি পরিবর্তন করে সম্পূর্ণ নিজের মতো করে নিতে পারেন।
এর জন্য প্লাগিন পাওয়া যায় কিন্তু যদি নিজেই শিখে ফেলেন কিভাবে কাজটা করতে হবে তাহলে মজাটা বেশি… তাই না ? আর হ্যাঁ এই ধরনের পরিবর্তন ওয়ার্ড প্রেস সাপোর্ট করে বলেই কোর ফাইলের কোন ধরনের পরিবর্তন না করে আপানাকে প্লাগিন দিয়ে বা থীম থেকে হুক করার মাধ্যমে নিজের ইচ্ছামত কিছু বসিয়ে দেওয়ার সুযোগ রেখেছে। :C
Continue reading