ওয়ার্ড প্রেসে এডমিন লগিন পেজকে পরিবর্তন করুন নিজের মতো করে

ধরুন আপনার ওয়ার্ড প্রেস ব্লগের(সেলফ হোস্টেড) লিঙ্ক যদি হয় http://www.mysite.com তাহলে আপনার এডমিন প্যানেলে ঢুকার লিঙ্ক হবে এই রকমঃ http://www.mysite.com/wp-admin । এই পাতায় গেলেই বিশাল একটা ওয়ার্ড প্রেসের ছবি। আপনি চাইলেই কিন্তু এই ছবি, ছবির উপর মাউস নিলে যে টুপ টিপ/টাইটেল(powered by wordpress ) দেখায় এবং ছবিটার লিঙ্ক (ডিফল্ট ওয়ার্ড প্রেস সাইটের লিঙ্ক থাকে) ইত্যাদি পরিবর্তন করে সম্পূর্ণ নিজের মতো করে নিতে পারেন।

এর জন্য প্লাগিন পাওয়া যায় কিন্তু যদি নিজেই শিখে ফেলেন কিভাবে কাজটা করতে হবে তাহলে মজাটা বেশি… তাই না ? আর হ্যাঁ এই ধরনের পরিবর্তন ওয়ার্ড প্রেস সাপোর্ট করে বলেই কোর ফাইলের কোন ধরনের পরিবর্তন না করে আপানাকে প্লাগিন দিয়ে বা থীম থেকে হুক করার মাধ্যমে নিজের ইচ্ছামত কিছু বসিয়ে দেওয়ার সুযোগ রেখেছে। :C
Continue reading

ওয়ার্ডপ্রেসে পোস্ট রিভিশন বন্ধ করুন

ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা আছে যে আপনি যতবার কোন পোস্ট সম্পাদনা করবেন তত বার পোস্ট টেবিলে নতুন একটা row তৈরি করবে মানে আপনার প্রতিবারের পরিবর্তন গুলো ঠিক ঠাক মতো আলাদা আলাদা পোস্ট হিসাবে সংরক্ষণ করবে। যারা ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহার করেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন পোস্ট সম্পাদনা করতে গেলে নিচের দিকে “Post Revisions” নামে একটা ব্লক পাবেন। এটা বেশ সুবিধার কারণ আপনি চাইলে আপনার আগের কোন রিভিশনের রোল ব্যাক করতে পারেন। হয়তো ভুল করে কোন সম্পাদনা করলেন আবার আগের অবস্থায় ফিরে আসলেন। এর অসুবিধাও আছে যেমন, পোস্ট সংখ্যার বাড়ার সাথে সাথে এই রকম অসংখ্য রিভিশন ডাটাবেজে সেইভ হবে। উল্লেখ্য যে প্রতি রিভিশনের পোস্টের সাথে সংশ্লিষ্ট সব কিছু সংরক্ষণ হয়। তাই যাদের ডাটাবেজ সাইজের লিমিটেশন রয়েছে তারা চাইলে এই রিভিশন করার ব্যবস্থা/অপশন বন্ধ করে দিতে পারেন। Continue reading

New theme “Chitra2009”

For somedays I was thinking to make a new wordpress theme for my own blog and  I did at last. My new theme is live now though it’s not completed yet but working fine. I gave my theme name “Chitra2009” as the name of river Chitra . I like my theme and hope u will like this. The theme is little bit special as it loads faster and ajax based. Max widgets are ajaxified and the theme specially supports some popular plugins. I have used jQuery as js library and for ajax works. I got the design concept from  jquery.com and prothom-aloblog.com.

Still I need to do many thing. BTW, there is a special feature for bengali community as the theme can be used for bangla unicode blog too (But for personal blog, I didn’t think multi user blog). As bengali fonts are small , there is a option to write bangla and english in same post with same font size in frontend with a special tag. Even the whole post can be mark as bangla so that the title and post text every things is shown in large bangla font.

I want to make this theme free for all and it will be released under GPL or some thing like that at the end of feb,2009. I want your kind feedback to improve it.

Thanks,
Manchumahara