গুগল ক্রোম বের হয়েছে অনেক দিন হলো। এর এবাউট পেজে গেলে লেটেস্ট স্টাবল ভার্সনে আপডেট করার জন্য চেক করে। কিন্তু চাইলে আপনি বেটা বা উইকলি বাগ ফিক্সড ভার্সনও ব্যবহার করতে পারেন। আর এই কাজটা করার জন্য আপনকার গুগল ক্রোমের সাপোর্ট থেকে ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে যা দিয়ে আপনি আপডেট চেকের চ্যানেল পরিবর্তন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য নিচের বহিঃসংযোগ দুইটি দেখলেই বুঝে ফেলবেন। আমি আর কষ্ট করে টাইপ করছি না।
সতর্কতাঃ থার্ড পার্টি কোন সাইট থেকে আপডেটের ভার্সন ডাউনলোড না করাই ভালো। শুধু ডাউনলোড করার চ্যানেল পরিবর্তন করে দিলেই আপনি যদি আবাউট পেজে যান গুগল ক্রোমে তাহলেই দেখবেন নতুন আপডেট এর জন্য সার্চ করছে এবং আপডেট থাকলে আপনার কাছে আপডেটের জন্য অনুমতি চাইবে।