যারা এই সিরিজের আগের দুইটা পোস্ট পড়েননি তাদের জন্যঃ
ওয়ার্ড প্রেস টিপ্স-১(আমার ব্যক্তিগত ব্লগে)
ওয়ার্ড প্রেস টিপ্স-২(আমার ব্যক্তিগত ব্লগে)
ওকে তাহলে আজকের টিপ্স শুরু করা যাক। এর আগে লিখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস কাস্টম পেজ তৈরি করা যায় যা ছিলো কাস্টম টেমপ্লেট ব্যবহার করে। কিন্তু একত্রে যা হয় পাতাটা ওয়ার্ড প্রেসের ডাটাবেজ থেকে আসে, মানে পাতার কন্টেন্ট। কিন্তু যদি এমন চাই যে একটা স্ট্যাটিক পাতা হবে কিন্তু ওয়ার্ড প্রেসের ভেতরে থেকে এবং ঐ পাতায় ওয়ার্ড প্রেসের যাবতীয় টেমপ্লেট ট্যাগ ব্যবহার করা যাবে। ধরুন আপনি ওয়ার্ড প্রেস ইনস্টলেশনের রুট ডিরেক্টরীতে একটা ফোল্ডার বানালেন যার নাম myfolder. তাহলে এই ডিরেক্টরীর লিঙ্ক হবে http://yoursite.com/myfolder দেখুন এটা কিন্তু ওয়ার্ড প্রেসের ফোল্ডার নয়।
এখন এই ফোল্ডারে একটা php ফাইলে তৈরি করুন। ধরুন myfile.php।
ফাইলের শুরুতেই লিখুন এই রকমঃ
[code language=”php”]< ?php
define(‘WP_USE_THEMES’, false);
require( dirname(__FILE__) .’/../wp-blog-header.php’);
?>[/code]
যদি myfile.php একদম রুটে রাখেন তাহলে
[code language=”php”]< ?php
define(‘WP_USE_THEMES’, false);
require( dirname(__FILE__) .’/wp-blog-header.php’);
?>[/code]