ইদানিং সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আমরা প্রতিদিন অনেক সময় ব্যয় করি। আর এই চিন্তাকে মাথায় রেখে যদি কোন ব্রাউজার বানানো হয় তাহলে তাকে সোস্যাল ওয়েব ব্রাউজার বলা খারাপ হবে না। জিনিসটা বেশ মজার মনে হচ্ছে না। হ্যাঁ ঠিক এই রকম একটা ওয়েব ব্রাউজার হলো ফ্লক(Flock)। ফ্লক ফায়ারফক্স বেসড একটি ব্রাউজার। এর মানে হচ্ছে ফায়ারফক্সের সব সুবিধায় প্রায় এতে পাওয়া যাবে উপরন্তু বিশেষ কিছু সুবিধা দেওয়ার জন্য ফ্লকের জন্ম। ফ্লক এর লেটেস্ট স্ট্যাবল ভার্সন হলো ফ্লক ২.০ যা ফায়ারফক্স৩ এর উপর ভিত্তি করে বানানো। যদি এখনো পুরা ব্যাপারটা অনেকের কাছে পরিস্কার না হয় যে কিভাবে একটি ব্রাউজার আপনাকে সোস্যাল নেটওয়ার্ক সাইটগুলো ভিজিট করতে সাহায্য করতে পারে তাহলে এই লিঙ্ক থেকে একটু ঢুঁ মেরে আসুন।
Continue reading
flock
There is one post tagged flock.