আমাদের প্রযুক্তিতে সার্চ করুন ফায়ারফক্স থেকেই

ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল, আর সেই সাথে আরো কিছু লিস্টে থাকে যা সিলেক্ট করে নিতে পারি এবং চাইলে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আমরা এডঅন হিসাবে যোগ করে নিতে পারি। আজকে ভোর রাতে মাথায় চিন্তা আসলো আমাদের প্রযুক্তির জন্য এই রকম এডঅন বা সার্চ প্লাগিন বানানো যায় কিনা। কিছুক্ষন চেস্টা করার পর হয়ে গেলো। এখন কেউ চাইলে প্লাগিনটি এড করে রাখলে, যে কোন সময় ফায়ারফক্সের সার্চ বার থেকেই আমাদের প্রযুক্তিতে সার্চ করতে পারবে। উল্লেখ্য যে, আমাদের প্রযুক্তিতে অনেক গুলো সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করার অপশন আছে কোর সার্চ ফিচার এর পাশাপাশি। তবে এখানে শুধু মাত্র গুগল কাস্টম সার্চ ফিচার এর সাথে লিঙ্ক করা।
কিভাবে প্লাগিনটি যুক্ত করবেন আপনার ফায়ারফক্সের সার্চ লিস্টে তাই তো ? আচ্ছা,
প্রথমে আমাদের প্রযুক্তি ফায়ারফক্স দিয়ে ভিজিট করুন। এরপর নিচের ছবিটি অনুসরণ করুন

apsearch1

Continue reading

প্রকাশিত হলো আমাদের প্রযুক্তি’র ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’

magcoverপ্রকাশিত হলো আমাদের প্রযুক্তির ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’-এর প্রথম সংখ্যা এবং সফটওয়্যার স্বাধীনতা দিবস বিশেষ সংখ্যা।তাই এবারের সংখ্যা সাজানো হয়েছে উন্মুক্ত সোর্স বিষয়ক সকল লেখা দিয়ে।আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন সময় প্রকাশিত উন্মুক্ত সোর্স ও লিনাক্স বিষয়ক লেখার পাশাপাশি রয়েছে অন্যান্য ওপেন সোর্স বিষয়ক ওয়েব সাইট ও পত্রিকায় প্রকাশিত কিছু লেখাও। উন্মুক্ত সোর্স সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারনা আছে। এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারীই মনে করেন উন্মুক্ত সোর্স মানেই বিনামূল্যের কিছু সফটওয়্যার। তাই লেখা বাছাইয়ের ক্ষেত্রে লিনাক্স বিষয়ক টিপস এবং টিউটোরিয়ালের বদলে উন্মুক্ত সোর্স বিষয়ক সচেতনতামূলক লেখাকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি যা উন্মুক্ত সোর্স সম্পর্কে পাঠককে সচেতন করে তোলার পাশাপাশি এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। খুবই অল্প সময়ে প্রকাশ করায় অনিচ্ছা স্বত্ত্বেও বেশ কিছু ভুল-ত্রুটি রয়েছে এই প্রকাশনায় যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এসব ভুল ত্রুটিকে পেছনে ফেলে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরোও সুন্দর এবং বিষয়ভিত্তিক ই-সাময়িকী উপহার দেয়ার। ই-সাময়িকীর ব্যাপারে সকলের গঠনমূলক মতামত ও পরামর্শ কামনা করছি। ধন্যবাদ।


ফরম্যাটঃ পিডিএফ
মোট পৃষ্টাঃ ৭৪
ফন্টঃ সোলায়মানলিপি
ডাউনলোডঃ লিঙ্ক

নিজের পোস্ট দেখান নিজের ব্লগেঃ সদস্য পোস্টের rss feed ফিচার

সেইদিন কারিগর নতুন একটা আইডিয়া দিয়েছিলো যে যদি এমন সুবিধা থাকে যে নিজের ব্লগে নিজের পোস্টগুলো (আমাদেরপ্রযুক্তি ফোরামের) দেখানো যেত আর এস এস ফিড হিসাবে বেশ ভালো হতো। ঠিক এই সুবিধাই চালু করা হলো আজ থেকে। কোন টপিক দেখার সময় ডান পাশের দিকে সদস্যের প্রোফাইল অংশ পোস্ট সংখ্যা বা পোস্ট দেখুন লিঙ্কের পাসে rss লেখা নতুন একটা লিঙ্ক যুক্ত করা হলো। অথবা কারো প্রোফাইলেও ঢুকেন তাহলে একই ধরনের rss লিঙ্ক পাবেন।
নিজের পোস্টগুলোকে লিস্ট করে নিজের ব্লগে দেখানোর পাশাপাশি প্রিয় কোন সদস্যের পোস্টও দেখাতে পারেন একই ভাবে।
আগামীতে যেকোন ফোরাম বা সাবফোরামের পোস্টগুলো একই ভাবে আর এস এস ফিডের মাধ্যমে পড়ার সুবিধা আনা হবে।

এই বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামে দেখুন এখানে

প্রজন্ম ফোরামের ৪র্থ আড্ডা থেকে ঘুরে আসলাম

আজ ছিলো প্রজন্ম ফোরামের ৪র্থ আড্ডা। আগের তিনবারের চেয়ে এইবার আয়োজন বেশ বড় ছিলো। বিকাল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠান শুরু হয়। স্থান ছিলো ধানমন্ডি লেকের পানসি রেস্তোরা। প্রায় ৫০ জনের মতো সদস্য, অতিথি ছিলেন। শুরুতেই পরিচয় পর্ব ছিলো। অনেক ভার্চুয়াল মানুষের সাথে পরিচয় হলো। নতুন করে যাদের সাথে ফিজিক্যালি পরিচয় হলো যাদের সাথে অনলাইন পরিচয় ছিলো বা যাদের অনলাইনে চিনি (অনেকের সাথেই আগে দেখা হয়েছে তাই আর সবার নাম উল্লেখ করছি না) যেমন সুহৃদ সরকার, মাহমুব মোর্শেদ, মনি(প্রজন্ম ফোরাম), শিপলু ভাই, মেহেদি আকরাম, ডার্কলর্ডসহ আরো অনেকে। পরিচয় পর্ব শেষে ফোরামের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও আলোচনা ছিলো বেশ কিছুক্ষন। এরপর খাওয়া দাওয়া বুফে টাইপ। সব মিলিয়ে বেশ মজা হলো।
এইখানে আড্ডার বেশ কিছু ছবি পাওয়া যাবে। এতো সুন্দর একটা গেট২গেদার এর আয়োজন করার জন্য প্রজন্ম ফোরাম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।

এ বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামের আমার পোশট এই খানে