in My Bengali Poems

বৃষ্টিহীন বৃষ্টির নগরে

ঝির ঝির বৃষ্টিতে চমশার কাচে আশ্রয় নিয়েছে অলস বৃষ্টি ফোটা,
মুছতে ইচ্ছা করছে না।
বৃষ্টির কোন ফোটাতে যখন আলো পড়ছে চোখ আস্তে আস্তে ঝাপ্সা হয়ে যাচ্ছে
আর
চলে যাচ্ছি অচেনা কোন নগরে
যেখানে
জেগে থাকি বৃষ্টিহীন বছরের পর বছর।

বন্ধু তোর নগরে যদি বৃষ্টি না হয় আমাকে জানান দিস,
রংয়ের হিসাব ভুলে ধার দিয়ে দেবো আমার চমশার কাঁচে জমা বৃষ্টি্র ফোটাগুলো।।

Write a Comment

Comment

  1. আপনার এই কবিতাটি আমার খুব ভালো লেগেছে। আমি এই কবিতাটি "সবুজ অঙ্গন" লিটলম্যাগের আগামী সংখ্যায় ছাপতে পার? to see details please click here.

  2. বছর দু'য়েক আগে পড়া একটা চিঠির কথা মনে পড়ে গেল -" চশমার কাঁচগুলো ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে প্রিয় হাতগুলো একটা একটা করে দূরে সরে যাচ্ছে" যারা কিছুই পায় না জানিস তারা সব পেয়ে বসে আছে। ওপারে গিয়ে একদিন আমরাও তাদের সব সত্যগুলো জেনে যাবো। সেদিন কোন অজুহাতই ঠকাতে পারবে না। ভাল থাকিস ভাইয়া।

    আপি

  3. বন্ধু তোর নগরে যদি বৃষ্টি না হয় আমাকে জানান দিস,

    রংয়ের হিসাব ভুলে ধার দিয়ে দেবো আমার চমশার কাঁচে জমা বৃষ্টি্র ফোটাগুলো।।

    বাহ্ ! অদ্ভুত সুন্দর কবিতা !

    আমার তো ধারণা ছিলো প্রযুক্তি-কারিগররা রসকষহীন খটমটে স্বভাবের হবে ! এতো দেখি প্রযুক্তিবিদ কবি !

    মানচু ভাই, সত্যি করে বলছি, আপনার কাব্যচর্চাটা কোনভাবেই অবহেলা করা উচিত হবে না। আমি তো রীতিমতো হিংসা করছি ! হা হা হা !