in Uncategorized

ফ্রিল্যান্সার আইডিকার্ড এবং আমার ভাবনা

ফ্রিল্যান্স বা মুক্তব্যবসা(বাংলা ঠিক হল কিনা জানি না) এটার জন্য যদি কোন আইডেন্টিটি দরকার হয় তাহলে স্বাভাবিক ব্যবসা যাদের আছে তাদের সাথে ফ্রিল্যান্সাদের পার্থক্য কি সেটা জানা দরকার।
উদাহরণ হিসাবে আমি এক সময় বাসায় বসে ফ্রিল্যান্স(আমি নির্দিষ্ট কোন অনলাইন সাইটে কাজ করতাম না) কাজ করতাম ২০০৯/১০ সালের দিকে। তখন আমার কোন ট্রেড লাইসেন্স ছিল না, কোণ কমার্শিয়াল অফিস লোকেশন ছিল না। আইটি কম্পানীর ট্রেডলাইসেন্স নিতে গেলে এখন প্রায় দশ হাজার টাকা লাগে আর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান লাগে(অফিস ভাড়ার চুক্তিপত্র লাগে)।

ফ্রিল্যান্সার কাউকে যদি আইডেন্টি দিতে হয় তাহলে প্রচলিত নিয়মেই দেওয়া যায়। তার জন্য দরকার ভার্চুয়াল অফিস লাইসেন্স মানে কোন ফিজিক্যাল অফিস ছাড়াই ট্রেড লাইসেন্স আর এই ক্যাটাগরির লাইসেন্স এর জন্য ফি কমানো বা ধরেন পাঁচ হাজার করা যেতে পারে। এই ক্যাটাগরির ট্রেডলাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য প্রমান দেওয়ার ব্যবস্থা থাকা দরকার এবং প্রতিবছর লাইসেন্স রিনিউয়াল ফি’রও ব্যবস্থা থাকতে পারে।

সরকার ফ্রিল্যান্সার আইডি কার্ড দিচ্ছে সেটা অবশ্যই ভালো উদ্যোগ, অনেকে অনেক ধরনের সমালোচনা করছে। বিশেষ করে যে ফি বা রিনিউয়াল ফি নেওয়া হবে তা নিয়ে। আমার কাছে এটা অস্বাভাবিক লাগছে না। একটা সার্ভিস নিতে ফি দিতে হবে এটা ভুল কিছু না। ব্যবসা করার জন্য একজন ব্যবসায়ী লাইসেন্স নিতে ফি দেন এবং রিনিউ ফি দেন।

আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আইডিকার্ড বাদ দিয়ে ভার্চুয়াল ট্রেডলাইসেন্স ক্যাটাগরি চালু করা এবং স্বাভাবিক নিয়মের ভেতর ফ্রিল্যান্স বা মুক্ত ব্যবসা বা কমার্শিয়াল অফিস ছাড়া ব্যবসার ধরন চালু করা। যদি কেউ টিম আকারে অফলাইনে ফিজিক্যাল অফিস বসে কাজ শুরু করে তাহলে সে ভার্চুয়াল লাইসেন্স ক্যাটাগরি বদল করে স্বাভাবিক ট্রেড লাইসেন্স নিবে।
আইটি ব্যবসার জন্য অন্যান যত সুযোগ সুবিধা আছে সেটা সব ক্যাটাগরির জন্য একই হতে পারে। যেমন বেসিস সাম্প্রতিক আলোচনা করেছিল কম্পানীর ধরন আরো বাড়ানোর জন্য যাতে ইন্ডিভিজুয়ালরাও যুক্ত হতে পারে বা আরো অন্যান্য ক্যাটাগরি, ইতোমধ্যে করে ফেলেছে কিনা জানি না।

আর একটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্স ছিল আইটি বা অনলাইন মাধ্যম না অফলাইন মাধ্যমের জন্যও প্রযোজ্য হতে পারে। আমি প্রথম ফ্রিল্যান্স শব্দটি শুনেছিলাম কেউ একজন তার পরিচয় দিতে বলেছি তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সাংবাদিকতাতো বুঝি কিন্তু ফ্রিল্যান্স সাংবাদিক বিষয়টা কি। উনি আমাকে বুঝানোর পর ফ্রিল্যান্স পেশাটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল।

সময় এর সাথে ব্যক্তি এবং দেশ উভয়কেই তাল মিলিয়ে এগিয়ে যাওয়া দরকার।

ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।

ফ্রিল্যান্সার নামে সরকার যে সাইট চালু করেছে তার ঠিকানা এখানে

Write a Comment

Comment