in Uncategorized

বাবা দিবস ২০২৩ঃ বাবারও বাবা আছে !

আমি ‘সুখ’ এর ছেলেঃ

ছোট বেলায় বুঝতে শেখার পর থেকে আমার একটা বুঝ হয়েছিল যে আমার বাবা আমাদের জন্য প্রানান্তকর পরিশ্রম করেন। আমার বাবার নাম নাম হচ্ছে “সুখ”। ছোটবেলা থেকে এখনও বাবার পরিচয় দিলে অনেকে বলে ‘ও আচ্ছা তুমি সুখ এর ছেলে!” । পরিবারকে টেনে নিয়ে যাওয়া এবং আমাদের বড় করার জন্য বাবার আসলে সুখের সময় ছিল না। বাবা তার জীবনের একটা বড় সময় পরিশ্রমই করে গেছেন। ছোট বেলা থেকেই আমার নিজের কাছে একটা ব্যাপার খুব ক্লিয়ার ছিল আর তা হচ্ছে বাবার কাছে আমি যত কম চাইব আমার জন্য বাবার তত পরিশ্রম কম করতে হবে।

আমি ‘আদৃতা’র বাবাঃ

আমি এখন আমার মেয়ে আদৃতার বাবা। সেই হিসাবে আমি হচ্ছি সেই বাবা যেই বাবারও বাবা আছে ! যাই হোক, আজকে সকালে নড়াইল থেকে ঢাকা এসে অফিস করছি। দুপুর বেলা মেয়ের সাথে যখন কথা হচ্ছিল ফোনে, সে আমাকে বলে, ‘বাবা আমি একা একা ভাত খাওয়া শিখে গেছি!’ এটা অবশ্যই দারুন সাহসী একটা কথা আর সেই সাথে ভয়ংকর পজেটিভ ব্যাপার। গত সপ্তাহে মেয়েকে নিয়ে একটা মাঠে গিয়েছিলাম। মাঠে নামার সময় যেহেতু ঢালু রাস্তা তাই ওর হাত ধরে প্রায় জোর করে নামালাম কারণ সে একা একা নামতে চায় আর আমার ভয় যদি পড়ে যায়। কিন্তু ঢালু অংশ নামার পর ঘটনা ঘটল আরো ভয়ংকর। সে এবার আমার হাত ছেড়ে একা একা আবার ঢালু অংশ হেটে উপরে উঠল, আর একা একা নামতে নামতে বলল, ‘বাবা আমি বড় হয়ে গেছি না, এখন আমি একা একা নামতে পারি !’ মেয়ে বড় হয়ে কি করবে তা আমি নিশ্চিত না তবে আমি তার বেড়ে উঠা নিয়ে চিন্তিতই বটে।