in My Bengali Poems

আপনি কোন থাকার কথা বলছেন ?

কেমন আছেন এই প্রশ্ন কাউকে করা কি উচিৎ ?
কেউ কেমন আছে তা জেনে আমার কি লাভ কিংবা সে কেন আমাকে জানাবে।
কেন সে মিথ্যা উত্তর দিবে, ভালো আছি।
আচ্ছা মানুষটা যদি উলটো জিজ্ঞাসা করে,
আপনি কোন ‘থাকার’ কথা বলছেন ? তাকে কি উত্তর দেব !

………………………
২৭।০৪।২০১৩, মানচুমাহারা

বিঃ দ্রঃ বন্ধু সুজিত এর সাথে একদিন কথা বলতে বলতে ফন্দি করে ফেললাম কেউ যখন জিজ্ঞাসা করবে কেমন আছি তখন তাকে এই প্রশ্নটা উলটা জিজ্ঞাসা করব, আপনি কোন ‘থাকার’ কথা কইছেন ? অবশ্য আপনজন ছাড়া উলটা প্রশ্ন করলে তাতে লোকসান বই লাভ কিছু হবে না।

  1. মানুষ মাত্রই চায় যেনো তার আশেপাশের সবাই ভালো থাকে সুস্থ থাকে সুখে থাকে। যাকে প্রশ্ন করা হচ্ছে সে আদতে ভালো যদি নাও থাকে তারপরও তার মনে একটা সান্তনা/প্রশান্তি আসে যে আরেকজন মানুষ তার ভালোমন্দ নিয়ে আগ্রহী। এটা কিছুটা সংস্কৃতি বলেন আবার সামাজিক সাইকোলজি বলেন।

    অট: দাদা কেমন আছেন?

Comments are closed.