in My Bengali Poems

বৃত্ত ও বক্ররেখা

যদি ভুল করে পথে-ঘাটে তোর সাথে দেখা হয়ে যায়
তোর চোখের দিকে ছুঁড়ে দেবো রাশি রাশি ঘৃণা
তোকে এক বিন্দুও ক্ষমা করবো না,
একটুও ভালোবাসবো না তোকে ।।

হাসিমাখা মুখে তাকাতে পারবো না তোর পানে
হয়তো তেমন রাগ বা অনুরাগ প্রকাশ করবো না।।
তোর জন্য বোহেম পথে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলো।
অনেক অনেক সময় তার মাথা ছঁয়ে গেছে
ক্লান্ত বোহেম আবার পথ চলা শুরু করেছে,
হেঁটে চলেছে দিগন্তের দিকে।।

যদি পেছন থেকে আবার ডাকিস ফিরেও তাকাবো না,
মোহময় গন্ধে যদি আমাকে জড়েতে চাস,জড়াবো না।।
তোর সকল আকুতি মিনতি আমি অগ্রাহ্য করবো
তোকে এক বিন্দুও ক্ষমা করবো না।
একটুও ভালোবাসবো না তোকে ।।
একা পথ,আঁকা বাকাঁ পথ,মরুময় মায়া
উছন্ন মেঘের হেয়ালী মাখা ছায়া।।

তোর থেকে সময়ের চেয়ে দূরবর্তী –
মানচুমাহারা তোর পানে আর কখনো

ফিরবে না।।
ভিড়বে না।।
বাইয়ে না।।
চাইবে না।।
গাইবে না।।

নাইবে না।।

…………………….
02.03.2007