1.
মাঝে মাঝে ভালো থাকাটাও হয়ে যায় একঘেঁয়ে,
কোন বিরোধীদল নাই, তৃতীয় পক্ষ কিংবা তত্ত্বাবধায়ক নাই,
একটি বিশেষ গনতান্ত্রিক রাস্ট্রের এক মাত্র নাগরিক আমি ||
2.
বুয়া লাপাত্তা হবার শেষ দিন যা রান্না করেছিল তা আস্তে আস্তে হাড়ি কড়াইতে পঁচা শুরু করেছে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঢাকুন তুলে তরকারী কতখানি পচলো সেইটা পরীক্ষা করি। প্রতিদিন একটু একটু গন্ধ বাড়ছে। আজকে দেখলাম তারকারীর উপাদান গুলোর চেহারা অচীন হয়ে গেছে। কোনটা আলু আর কোনটা গাজর বুঝা যাচ্ছে না। মানুষ মরে গেলে এমন করে একদিন একদিন পঁচে যায় আর অচেনা হতে শুরু করে।
3.
এর আগে যেদিন তালাচাবি আর মানি ব্যাগ নিয়ে ক্যাউ ক্যাউ করেছিলাম, সেদিন বাসায় ফিরে দেখলাম আসলে আমি তালা প্রথমে ঠিক অর্ডারে লাগাইছিলাম, পরে কি চিন্তা করে আবার ভুল করলাম, আসল ভুল ছিল মানি ব্যাগ ফেলে আসা।
4.
One day I will tell you a tale 🙂
বিঃ দ্রঃ ছোট বেলায় আমি ইংলিশ প্যান্ট পড়তাম