For personal net usage I use firefox2. But as I am a web developer I need to check my web application in IE 6 and IE7 too. But a it’s a great agony for the developer to make the web page compatible with ie. I hate IE becasue of it’s bad support of css. At last MS released the IE8 beta1 keeping in mind these issues. Now it suports css2.
There is great tool for developer. Any one can swich to IE7 mode any time. It’s start faster and loads pages faster than before. Java script error is more specific now. check it your
Download : link
Same blog in Bengali:
ব্যক্তিগত ভাবে আমি ইন্টারনেট এক্সপ্লোরার তেমন ব্যবহার করি না। তবে প্রফেশনাল কাজে ইন্টারনেট এক্সপ্লোরারে ওয়েবের এপলিকেশন চেক করা প্রথম টাক্স। আর ইন্টারনেট এক্সপ্লোরার এর জন্য বাগ ফিক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার কম্পেটিবল করার জন্য ওয়েব ডেভেলপারদের অনেক ঘাম ঝরাতে হয় বৈকি। যাইহোক অনলাইন পরিচিত এক বন্ধু আজকে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর বেটা১ এর ডাউনলোড লিঙ্ক দিলো। এটাযে বের হইছে তাই ই জানতাম না। যেকেউ বেটা ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন।
আসলে রিভিউ লেখার মতো এখনো ব্যবহার করা হয়নি। ডাউনলোড পেজে গেলেই বুঝতে পারবেন ফিচারগুলো। তবে সামান্য একটু ব্যবহার করার পর যা বুঝতে পারলাম তা এমনঃ
কঃ লোডিং সময় কম
খঃ আগের থেকে পেজ ফাস্টার লোড হচ্ছে।
গঃ ডেভেলপারদের জন্য একটা টুল আছে যা ফায়ারফক্সে একটা প্লাগিন ইনস্টল করলে পাওয়া যেত।
ঘঃ জাভাস্ক্রিপ্ট এর ইরর এখন আগের থেকে বেশি স্পেসিফিক ভাবে দেখায়।
ঙঃ একই সাথে ইন্টারনেট এক্সপ্লোরার৭ ব্যবহারের সুবিধা আছে।
চঃ বিস্তারিত ফিচার এখানে।
ছঃ যাদের ইচ্ছা আছে ডাউনলোড করে ব্যবহার করে এখানে ফিডব্যাক দিন।
পুনশ্চ[০] ডেভেলপারদের কাছে ইন্টানেট এক্সপ্লোরার একটা ভয়াবহ ব্যাপার বলে মনে হয়। কারন এর দূর্বল স্টাইলশীট সাপোর্ট। তবে নতুন ভার্সন ক্যাসডেড স্টাইল শীট২(css2) এর ফুল সাপোর্ট দেবে বলে বলে জানাচ্ছে। উইন্ডোজ এর বিভিন্ন ভার্সনের জন্য আলাদা আলাদা ভাবে ডাউনলোড করতে পারবেন। ওয়েব স্লাইস নামে একটা বিশেষ ফিচার দেখলাম।