in Bangla Blogs

হিরকরাজার ডাস্টবিন দর্শন

ছোট গল্পঃ
একদিন হিরকরাজা গেলেন একটা ডাস্টবিনের ভেতর বেড়াতে। গিয়ে দেখলেন, ডাস্টবিনে কোন ময়লা নাই, ডাস্টবিন এর ভেতর সুগন্ধি বাতাস বয়ে যাচ্ছে। উনি তখন সবাইকে ঝাড়ি দিলেন, তোমরা শুধু শুধু ডাস্টবিনকে দোষারোপ কর, আমিতো দেখছি এটা চেটে খাওয়া যায়।

এরপর কিছুদিন পর জাহিদ সাহেব ( Anarja Adim) যাচ্ছিলেন ঐ ডাস্টবিনের পাশ দিয়ে, দুর্গন্ধে নাকে রুমাল চেপে যেতে যেতে অনুভব করলেন সমস্যা তার নাকে।