গতকাল ওয়ার্ড প্রেস নিয়ে লিখেছিলাম এই টপিকে এবং আমার ব্লগে এখানে। আজকে আবার নতুন কিছু নিয়ে লিখবো ,সাথে সাথে গতকালের ধারবাহিকতা চলবে। আমরা এই সিরিজের মূল উদ্দেশ্য ওয়ার্ড প্রেসের নরমাল ইউজার থেকে শুরু করা ওয়ার্ড প্রেস বেসড ওয়েব ডেভেলপার সবার জন্য আমার জানা ট্রিক্স ও তথ্যগুলো শেয়ার করাঃ
তিনঃ ‘থীমে সাব থীম ফাইল যুক্ত করা’
আগের দিন বলেছিলাম কিভাবে নতুন হেডার ফাইল যুক্ত করা যায়। চাইলে নিচের মতো করেও আমরা নতুন ফাইল থীমের যে কোন জায়গায় যুক্ত করতে পারি। কারণ একই ফাইলে অনেক কিছু লিখলে ট্রাক রাখা সমস্যা হয়।
[code language=”php”]< ?php include (TEMPLATEPATH . ‘/yourfilename.php’); ?>[/code]
yourfilename.php নামের ফাইলটি আপনার বর্তমান এক্টিভ বা যে থীম নিয়ে কাজ করছেন তার ভেতর রাখুন। আর অন্য থীম ফাইলের যেখানে দরকার সেখানে ব্যবহার করুন। TEMPLATEPATH আপনার বর্তমান থীমের ডিরেক্টরী। প্রশ্ন করতে পারেন এমন ঝামেলা কেন করবো বা এটার সুবিধা কি তাই তো ? হুম… ওয়ার্ড প্রেস দিয়েই আপনি চাইলে জুমলার মতো সাইটে বানিয়ে ফেলতে পারেন। জুমলাতে আমরা মডুল প্লেস হিসাবে যা বলে থাকি ওয়ার্ড প্রেসে তাকে বলা হয় সাইডবার(sidebar) আর মডুল গুলোকে ওয়ার্ড প্রেসের ভাষায়(বলা যেতে পারে) উইজেস(widget). আপনি চাইলে ওয়ার্ড প্রেসে যত ইচ্ছা সাইড বার ব্যবহার করতে পারেন তবে আপনার থীমে সেই সাপোর্ট থাকতে হবে। এই বিষয়টা নিয়ে পরের পোস্টে লিখি তাহলে।
চারঃ ‘ওয়ার্ড প্রেসে যত ইচ্ছা সাইড বার যুক্ত করা’
প্রথমেই বলে রাখি নতুন কিছু জানার আগ্রহ না থাকলে বা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা না থাকলে এখনই মানে মানে কেটে পড়তে পারেন না হলে পরে পস্তাবেন। :ttt:
‘তিন’ নং টিপ্সের কিছু বলা দরকার। ওয়ার্ডপ্রেসে আমরা নিচের কোড টুকু দিয়ে সাইডবার ফাইলটি লোড করি।
[code language=”php”]< ?php get_sidebar(); ?>[/code]
এটা যা করে তা হলো থীমের ভেতর sidebar.php ফাইলটা include করে। এখন যদি আপনার বিশেষ পাতায় বিশেষ কোড লেখা সাইড বার দরকার হয় তাহলে কি করবেন সেটা যদি এখনও না ভেবে থাকেন তাহলে আপনার উপর আমি এখনি কিন্তু খেপে গেছি। >:D< হ্যাঁ সেই আগের ট্রিক্স এখন যে সাইড বার ফাইলটা আছে সেটা কপি করে নতুন ফাইলে হিসাবে সেইভ করুন আর নাম দিন আগের সেই ফরম্যাটে যেমন sidebar-mycustomsidebar.php আর এই ফাইলে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করুন। আর এটা লোড করুন এই ভাবে
[code language=”php”]<?php get_sidebar(‘mycustomsidebar’); ?>[/code]
। মজা ?
Continue reading →