in Uncategorized

জনভোদা’ই

একোই রেছিপি জনগন বারংবার খাইবো এইটা ভাবা নেহাত বোকামী হইবো। এমনো হইতারে সেইম রেছিপি ২য় বা ৩য় বার জনগনরে ভরে দিতে গিয়ে নিজেই রেছিপি খেয়ে ফেরা লাগতি পারে। অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত, গুজবখোর, ইমোছনাল জনভোদা’ইগো প্রথমবার গো* মা*লে কইবো, মারছে কিন্তু বেশি জোরে মারতে পারে নাই। পরের বার কইবো, আগের বার কিছু কই নাই কিন্তু এইবার কাজটা কিন্তু ঠিক করলেন না। কিন্তু এই এক দুইবারই সই। অহন কিন্তু জনগন আর জনভোদা’ই থাকিল না। তাহার ভেতর গো* মা* খাওনের জ্ঞানের উপর্যুপুরি উপস্থিতি পর্যবেশিত হইবো। তারা ৩য় বার গো* মা* খাওনের আগে পুর্বাপর অভিজ্ঞতা কাজে লাগাইয়া উলটা গো* মে* দিবে। সম্মান দেখাইয়া আস্তেই দিবে কিনা এইটা নিশ্চিত না!