in My Bengali Poems

আমি পথ চলি

এই পথ চলা ,রাস্তা-ধুলা-বালি-কাঁদা
রিক্সার টুংটাং,বখাটে ছেলের গলা ছেড়ে গান গাওয়া ।
এর মাঝে চলে পিশাচের কৃত্তন আর নষ্টামী ।
এরই মাঝে আমি পথ চলি,
কতগুলো কুকুর আমাকে দেখে ভেংচি কাটলো !!!

ডাস্টবিনের উৎকট গন্ধ আমাকে বিষন্ন করে
ভিখারীর আর্তনাদ আমার মন খারাপ করে দেয়।
আমি ঈশ্বরকে গালি দেই,
আমি ক্লান্ত হই,বিমর্ষ হই।
এরই মাঝে আমি পথ চলি,
কতগুলো কুকুর আমাকে দেখে ভেংচি কাটলো !!!

দেওয়ালে রং হয় ,পোস্টার আবার রং,আবার পোস্টার,
অসুরের পদাঘাতে রক্তাত্ম হয় পথ,আমার প্রিয় পথ।
কালবৈশাখী ঝড় হয় প্রচন্ড শীতে,হিম হয়ে যায় হাড়
অন্যদিকে মানুষ নগ্ন হয়,
অশ্লীল বান্দর গুলো আমার চলের পথে কাটা দেয়,
এরই মাঝে আমি পথ চলি,
কতগুলো কুকুর আমাকে দেখে ভেংচি কাটলো !!!

Write a Comment

Comment