in My Bengali Poems

ডান-বাম

মাঝে মাঝে গতির মাঝে খুঁজে পাই অসাড়তা
প্রচন্ড জ্যামের ভেতর আটকে থাকি ঘন্টার পর ঘন্টা
সিগন্যাল ছেড়ে দেয়,
পাগলের মতো গাড়ি গুলো চলতে শুরু করে…
আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকি পথের মাঝে।।

আমার পাশ কাটিয়ে চলে যায় গোমড়া মুখো বাস গুলো।
সিটি বাজিয়ে আমাকে সরে যেতে বলে রিক্সার দল।।
আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকি পথের মাঝে।।

আমি এই ছুটে চলা সময়ের স্থির চিত্র সংগ্রহ করি।।

মাঝে মাঝে স্থবির মন মেতে ওঠে চঞ্চলতায়
এক নিমিষে ছুঁয়ে দিই সব ঘুম চোখ
আমার আকন্ঠ চিৎকারে ব্জ্রপাত হয় মেঘে মেঘে,বৃষ্টি…
ভিজিয়ে দেয় ঘুমন্ত রাজপথ আর যত আঁধফোটা ফুল।।

আমি এই বৃষ্টিতে স্নাত হই আর ভিজে যায় আমার চিৎকার।।

আমি এই স্থির সময়ের গতি চিত্র সংগ্রহ করি

………………………………………
মানচুমাহারা

২৪.০৩.২০০৭