ধরেন আপনি ভিডিও কন্টেন্ট বানান। ইউটিউবসহ বেশ কিছু মাধ্যমে আপ্লোড করেন কিন্তু পরিচয় দেন ইউটিউবার। এক্ষেত্রে একটা সমস্যা আচ্ছে, এটা হচ্ছে আপনার পেশা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু আপনি আপনার পেশার নাম দিচ্ছেনে একটা নির্দিষ্ট কন্টেন্ট শেয়ারিং সাইট এর নামে। এমন হতে পারে না যে হুট করে ইউটিউব বন্ধ হয়ে গেল। এই ধরনের সাইট অনেক কারণে বন্ধ হতে পারে। এটা কারো জন্য একটা ব্যবসা এবং ব্যবসায় যদি ক্রমাগত লস হয় এটাও কোন দিন বন্ধ হতে পারে। তখন কি আপনি ইউটিউবার এটা বলতে স্বাচ্ছন্দ বোধ করবেন? ভেবে দেখেন আপনি ৩/৪ বা ৫ বছর খেটে নিজের একটা টাইটেল তৈরি করেছেন যে সাইট বা সার্ভিস এর উপর বেস করে তা এখন নাই, তখন কি করবেন? আপনার জন্য বেস্ট হবে ‘কনটেন্ট ক্রিয়েটর’ এই ধরনের টাইটেল। যেমন ধরেন, কেউ কৃষক। ধান লাগালেও কৃষক, পাট লাগালেও কৃষক।
জয়া আহসান বিয়ের পর স্বামীর টাইটেল(ফ্যামিলি নেম বা ২য় নেম) আহসান ব্যবহার শুরু করেন, উনি ঐ নামে বিখ্যাত হয়ে যান, এরপর উনার হয়ে যায় ডিভোর্স(কি কারণে হয়েছে এটা আমার আলোচ্য বিষয় না কারণ এটা তার ব্যক্তিগত বিষয়)। ডিভোর্স এর পরও উনি আহসান টাইটেল নিয়ে আছেন এখনো। নাম পরিবর্তন অনেক জটিল বিষয়। একই ভাবে নামের মাধ্যমে যে ব্রান্ডিং হয় সেটাও হারিয়ে ফেলা অনেক ক্ষতির বিষয়।