in Uncategorized

অভিশাপ

//অভিশাপ

তুমি অভিশাপ দিলে, আমার ঘর পুড়ে যাক।

আমি ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, আমার ঘর পুড়ে যাচ্ছে, এরপর আমি ঘরপোড়া ছাই দিয়ে দাঁত ব্রাশ করলাম।

ঘুম থেকে উঠে দেখলাম আমার ঘর পুড়ে নাই, কারণ কোন দিন আমার কোন ঘরই ছিল না।

আমি পরের দিন তোমার অভিশাপের অপেক্ষায় আবার ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে দেখলাম, তুমি আমার ঘর পোড়া আগুনের তাপে আঁচে অন্তত গতকালের শীতের রাত্রি ভালো কাটয়েছিলে। আগুনে আঁচ নেওয়ার জন্য পোড়ার মত আমার ঘর নাই কেন এটা ভেবে তুমি আমাকে আবার অভিশাপ দিলে। কি অভিশাপ দিলে আমি মনে করতে পারছি না, কারণ তার আগেই আমার ঘুম ভেঙে গেল।

কোন এক সকালে ঘুম থেকে উঠে দেখলাম, তুমি শীতে প্রচন্ড কাঁপছ। আমি তোমার দিকে অসহায়ের মত তাকিয়ে আছি, তোমাকে সামান্য গরমের আঁচ দেওয়ার জন্য পোড়ানোর মত আমার কোন ঘর নাই কারণ কোন দিন আমার কোন ঘরই ছিল না।

পরের দিন স্বপ্নে দেখলাম, তোমাকে শীত থেকে বাঁচাতে তোমাকে আমার বুকে জড়িয়ে রেখেছি।

//১৯.১২.২০১৬