in Uncategorized

দেখেন আপনাদের যা ভালো মনে হয়-৩৫

অফিসে আসার সময় দৈব চয়নে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছেন? কি করেন?

লোকটা বিস্মিত হয়ে খুব গম্ভীর ভাবে উত্তর দিলেন, কেমন আছি এইটা আপনি বুঝতে পারবেন আমি কি করি সেইটা যদি আপনি বুঝতে পারেন।

আমি প্রচন্ড আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেন কনতো!

লোকটা এবার নির্মোহ ভাবে বলল, ঝাঝর বা ঝালই চিনেন? এইটার পুঙায় ফুটো থাকে জানেন? আমি ঝাঝর এর পুঙার ফুটো গুনি!

আমি আর কিছু জিজ্ঞাসা না করে বললাম, চলেন একই দিকে যখন যাচ্ছি একই সাথে আরো দু’পা ফেলি।

শুভ সকাল!