in Uncategorized

ভালোবাসা দিবসের প্রাক্কালে, ২০২৪

আগামীকাল ভালোবাসা দিবস। যদিও ভালোবাসার জন্য কোন দিবস লাগে না। তবে তর্কের খাতিতে ভালোবাসা চর্চার জন্য একটা দিবস আমার কাছে মন্দ লাগে না।

প্রতি বছর জন্মদিনে যেমন এক বছর বয়স বাড়ে, প্রতি বছর ভালোবাসা দিবসেও একই রকম আগের বছরের দিবস এর সাপেক্ষে এক বছর বয়স বাড়ে। বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ে। ভালোবাসার ধরন পরিবর্তন হয়। আশেপাশের মানুষদের আচরণ পালটায়।

প্রতিবছর শেষে যদি এক একটা ভালোবাসার বছরের সাল তামামি করা যায় তাহলে ভালোবাসার উঠা নামা, ভালোবাসা অর্জন, বর্জন, হারানোর হিসাব নিকাশ এর একটা সামারি পাওয়া যায়।

পৃথিবীতে ভালোবাসা যায় এমন মানুষের সংখ্যা হাতে গোনা, ভালোবাসতে পারে এমন মানুষের সংখ্যাও হাতে গোনা। অনেকেই অনেক কিছু বাসে তবে সেটা ভালোবাসা কিনা সাময়িক ভাবে বুঝা যায় না। এর জন্য জীবনভর অপেক্ষা করতে হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করতে হয়।