দই এবং বিড়ালের বন্দোবস্ত

আমাদের পাতের দই
খেয়ে ফেলেছে, খাচ্ছে কিংবা খাবে
পাশের বাড়ির বিড়াল।

আমাদের দই এর বন্দোবস্ত হলেও দই খাব কিনা এটা নিয়ে আমরা হেজিমনি করব।

আমরা দই খাব নাকি বিড়াল তাড়াবো নাকি বিড়াল খাব তা নিয়ে আমরা হৈ হুল্লোড় করব কিংবা হোচট খাব।

আমাদের পাতে দই এসেছিল নাকি দই এর জন্য ট্রাকের পেছনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকব এটা নিয়ে আমাদের গা গরম করতে হবে।
আমাদের মারা খাওয়া ফাঁকা পকেটে হাত ঢুকিয়ে আমরা ফেসবুকে রিল দেখে আমাদের বিনোদনের বন্দোবস্ত ঠিক করব।

আমাদের বিবেক কে দই খেয়ে ফেলবে নাকি বিড়াল খাবে তা নিয়ে আমরা কোন হেজিমনি করব না।

যে বিড়ালের গোঁফে দই লেগে নেই তাকে আমরা মাথায় তুলে নেব।
আর গোঁফে দই লেগে থাকা বিড়ালদের
কেলিয়ে আমরা সাময়িক আনন্দের বন্দোবস্ত বুঝে নেব।

দেখেন আপনাদের যা ভালো মনে হয়-৩৫

অফিসে আসার সময় দৈব চয়নে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছেন? কি করেন?

লোকটা বিস্মিত হয়ে খুব গম্ভীর ভাবে উত্তর দিলেন, কেমন আছি এইটা আপনি বুঝতে পারবেন আমি কি করি সেইটা যদি আপনি বুঝতে পারেন।

আমি প্রচন্ড আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেন কনতো!

লোকটা এবার নির্মোহ ভাবে বলল, ঝাঝর বা ঝালই চিনেন? এইটার পুঙায় ফুটো থাকে জানেন? আমি ঝাঝর এর পুঙার ফুটো গুনি!

আমি আর কিছু জিজ্ঞাসা না করে বললাম, চলেন একই দিকে যখন যাচ্ছি একই সাথে আরো দু’পা ফেলি।

শুভ সকাল!

ব্যাটারি চালিত রিক্সা দেখার প্রথম অনুভূতি!

একদিন রিক্সায় অফিস যাচ্ছিলাম। পলাশী মার্কেট, বুয়েট থেকে নীলক্ষেত এর রোড দিয়ে। ঐ রোডের মাঝামাঝি থাকা অবস্থায় পাশ দিয়ে একটা ব্যাটারি চালিত রিক্সা চলে গেল ফুশ করে। আমি যে রিক্সায় যাচ্ছিলাম ঐটা ‘বিচি’ চালিত। আমাকে বহন করা রিক্সার চালককে বল্লাম, দেখেন এইডা সামনে গিয়ে উষ্ঠা খায়া পরব। কি কব রে মনি, সত্যি সত্যি নীলক্ষেত মোরে এসে দেখি ঐ রিক্সা উষ্ঠা খায়া রাস্তার ডিভাইডার এর উপর উল্টায় আছে। ভেঙেও গেছে। আমার রিক্সার চালক, আমার দিকে তাকায় কেমনে কেমনে যেন দেখতেছে! বলে, ভাই আপনার মুখের কথা সত্যি হয় নাকি? আমিও বুঝতেছি না কি থেকে কি হয়ে গেল। ব্যাটারিচালিত রিক্সাটা বিচি চালিত রিক্সা থেকে এত জোরে চলতেছিল যে মনে হল পাশ দিয়ে কোন সুন্দরী ভাবী ১০০ মিটার রেস দৌড়াইতেছে, মানে ধরেন উসাইন বোল্ট ভাবী। আমারও মুখ ফসকে বের হয়ে গেছে! নিজের উপর নিজেরও সন্দেহ হওয়া শুরু করল। ঐ প্রথম আমি ঢাকা শহর না আমার জীবনে প্রথম ব্যাটারি চালিত রিক্সা দেখলাম আর সেইটা আমার মুখের কথা মুখ থেকে মাটিতে পরতে না পরতে উষ্ঠা খেয়ে ভেঙে পরল! যারা এই ঘটনা মিথ্যা ভাববে [বির বির করে বল্লাম, শালার কার কি হয়ে যায় পরে ঝামেলায় লটকায়ে যাব!]

বিপলব বেলায় পেম পিরিত খেলা

ভালোবাসা শিখাইয়া যদি বল
আর পিরিত করবা না
আমি তা সহজে মাইনা নিব ক্যান?

আন্দোলন শিখাইয়া যদি কও, যুদ্ধ বন্ধ কর,
আমারে কেন তা মাইন্যা নিতে হইব।

আমারে চ্যা*র বা* মনে কইরা কাইটা ফেলবা!
আমি তা সহজে মাইনা নিব ক্যান?
হপতা খানেক যাইতে মাথা উচু কইরা আমি কইবই কইব
আয় *য়োরের বা* চা*এর বা* কাট!

নার্ভে চড়বেন না!

কোলে চড়া, ঘাড়ে চড়া, মাথায় চড়ার সাথে নার্ভে চড়ার একটা বিরাট পার্থক্য আছে। নার্ভে ফিজিক্যালি চড়া যায় না। চড়ার অনুভূতি দেওয়া যায় কাউকে, কেউ চড়েছে সেইটা অন্য কেউ অনুভব করতে পারে। আমার কাছে নার্ভে চড়ার বিষয়টা সম্পূর্ণ হয় যখন যার নার্ভে চড়া হয় সে যদি রিএক্ট না করে হজম করে ফেলে।

গত সপ্তাহে একটা কাপড়ের দোকানে গিয়েছি প্রায় বাজার বন্ধ হবার শেষের দিকে। সাধারনত পরিচিত যে দোকান থেকে কেনাকাটা করি তারা বন্ধ করে দিয়েছে, আসলে বেশির ভাগ কাপড় এর দোকানই তখন বন্ধ। একটা দোকান খোলা পেয়ে গেলাম যেটা অনেক আগের চেনা কিন্তু অনেক দিন যাই না। কিছু কাপড় দেখালো, আমার পছন্দ হল না। বাজেট, বয়স এবং রং এর ধরন উল্লেখ করে পরিস্কার করে বলেছি। সাথে খুব কাছের বন্ধু ছিল একজন। দোকানদার ৪/৫ টি শাড়ি দেখালো। আমি বল্লাম, আমার পছন্দ হচ্ছে না। উনি বল্লেন, অত শাড়ি দেখায়ে উনি বেচেন না। নিলে নেন না হলে ব্লা ব্লা…।

আমার বন্ধু আমার দিকে তাকাচ্ছে, আমি তার দিকে তাকাচ্ছি। আমার একটা শাড়ি কেনা খুব দরকার ছিল, সকালে কিনলে হবে না। ঐ ৪/৫টা থেকে বেটার যেটা আমি চয়েজ করে নিলাম। আমার চিন্তা ভাবনার অংশ এটা। যখন সব খারাপ হয় আমি কম খারাপকে বেজে নেই।

দোকানদার তখন আমার নার্ভে চড়ে বসে পিঠে চাবুক মারতেছে! আমি দিব্যি হজম করে ফেললাম।

আমি এই রকম অনেক মানুষকে আমার নার্ভে চড়তে দিছি। এরা দিব্যি আমারে চাবুক মারতে থাকে। এরা যখন নার্ভ থেকে নামতে চাইবে আমি নামতে দেব না। ধরেন ঘোড়ায় চড়ছেন, আনন্দ করছেন, ঘোড়াকে চাবুক মারছেন, হাই হুই করে তাড়াইছেন, চড়তে চড়তে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু যখন নামতে চাইছেন তখন আর ঘোড়া থামতেছে না। থামতেছে না তো থামছেই না। আপনি কি করবেন তখন?

নার্ভে চড়বেন না। কোলে চড়েন, ঘাড়ে উঠেন, পিঠে উঠেন, মাথায় উঠেন, নার্ভে চড়বেন না।

আমি ঐ শাড়ির দোকানদার(নড়াইলের) এর জন্য আশবীর্বাদ, দোয়া সব কিছু করি সে যেন সারাজীবন সফলতার সাথে ৩/৪টা শাড়ি দেখায়েই বেচার কৃতিত্ত্ব ধরে রাখতে পারেন, কোন সময় যেন তাকে কাস্টমার এর জন্য সারাদিন বসে থাকা না লাগে।

পরিশেষে, কেউ কারো নার্ভে চড়বেন না।
————————————————————————
দেখেন আপনাদের যা ভালো মনে হয়-২৮

একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং

সাম্প্রতিক জীবনে একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যা ফেসবুকে এক ছোট ভাইকে কমেন্ট আকারে করেছিলাম নিম্নরুপঃ

আমার জীবনের একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা যার/যাদের কাছ থেকে যেটা আশা করি না সে/তারা যেন সেইটাই করে। ধর কোন ছেলে (বা ভাইস ভারসা) কেউ বিয়ের জন্য মেয়ে পছন্দ করছে, সে খুব চাইছে মেয়ের জন্য কোন বয় ফ্রেন্ড না থাকে দেখা যাবে মেইয়ের বয় ফ্রেন্ড আছে। আবার ভাবলো, বয় ফ্রেন্ড বা গার্ল ফ্রেন্ড থাকলেও এরা যেন লিটন এর ফ্লাটে না গিয়ে থাকে, দেখা যাবে এরা গেছে! এই রকম বিয়ের পাত্রপাত্রী থেকে শুরু করে, বাপ, ভাই, মা, বাবা, ছেলে মেয়ে, নেতা, পিতা, তালগাছ, বট গাছ যার কাছ থেকে যেটা আশা করবা না সে কেন যেন সেইটাই করে বসে!

গিন্নির হোটেলের ফুড রিভিউ(কলকাতার টোনে)

রাতে গিন্নির হোটেলেই খেলাম। খেতে যখন হবেই তাই দেরি না করে ঠিক দশটায় বসে গেলাম খেতে। খাওয়ার শুরুতেই দিল পুরা এক গ্লাস জল, বসার জন্য চেয়ার আর চকচক করে মাজা একটা স্টিলের থালা।

বসতে বসতে থালাতে তুলে দিল ঝুরঝুরে সাদা ভাত, ঝোল ঝোল ঝাল ঝাল দু-তিন পিচ খাসির মাংস আর বেশ বড় সাইজের কয়েক টুকরো নরম তুল তুলে আলু। সাথে আরো ছিল নিজের ক্ষেত থেকে তুলে আনা বেগুন।

চাক চাক গোল গোল করে তেলে ভাজা নতুন তুলতুলে বেগুন ভাজা খাবার এর স্বাদ আরো বাড়িয়ে দিল। খাওয়ার শেষের দিকে আরো একটু ঝোল আমি নিজেই থালাতে নিয়ে চেটে চেটে খেলাম। অনেক বেশি আইটেম না হলেও খাবারটা ছিল দারুন। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে আর এক গ্লাস জলের সাথে একটা প্রেসার এর ট্যাবলেট খেয়ে নিলাম। ব্যস আজকের রাতের মত শেষ হয়ে গেল পেট পুজো।

তোমরা রাতে কি খেলে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলে যেও না। আর তোমরা যারা আমাকে ভালোবাসো এবং যারা চাও যেন আমি এই ভাবে গিন্নির হোটেল দুটো ভালো মন্দ খেয়ে বেচে থাকি তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না।

জয়া আহসান কেন আহসান টাইটেল ডিভোর্স এর পরও ব্যবহার করে?

ধরেন আপনি ভিডিও কন্টেন্ট বানান। ইউটিউবসহ বেশ কিছু মাধ্যমে আপ্লোড করেন কিন্তু পরিচয় দেন ইউটিউবার। এক্ষেত্রে একটা সমস্যা আচ্ছে, এটা হচ্ছে আপনার পেশা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু আপনি আপনার পেশার নাম দিচ্ছেনে একটা নির্দিষ্ট কন্টেন্ট শেয়ারিং সাইট এর নামে। এমন হতে পারে না যে হুট করে ইউটিউব বন্ধ হয়ে গেল। এই ধরনের সাইট অনেক কারণে বন্ধ হতে পারে। এটা কারো জন্য একটা ব্যবসা এবং ব্যবসায় যদি ক্রমাগত লস হয় এটাও কোন দিন বন্ধ হতে পারে। তখন কি আপনি ইউটিউবার এটা বলতে স্বাচ্ছন্দ বোধ করবেন? ভেবে দেখেন আপনি ৩/৪ বা ৫ বছর খেটে নিজের একটা টাইটেল তৈরি করেছেন যে সাইট বা সার্ভিস এর উপর বেস করে তা এখন নাই, তখন কি করবেন? আপনার জন্য বেস্ট হবে ‘কনটেন্ট ক্রিয়েটর’ এই ধরনের টাইটেল। যেমন ধরেন, কেউ কৃষক। ধান লাগালেও কৃষক, পাট লাগালেও কৃষক।

জয়া আহসান বিয়ের পর স্বামীর টাইটেল(ফ্যামিলি নেম বা ২য় নেম) আহসান ব্যবহার শুরু করেন, উনি ঐ নামে বিখ্যাত হয়ে যান, এরপর উনার হয়ে যায় ডিভোর্স(কি কারণে হয়েছে এটা আমার আলোচ্য বিষয় না কারণ এটা তার ব্যক্তিগত বিষয়)। ডিভোর্স এর পরও উনি আহসান টাইটেল নিয়ে আছেন এখনো। নাম পরিবর্তন অনেক জটিল বিষয়। একই ভাবে নামের মাধ্যমে যে ব্রান্ডিং হয় সেটাও হারিয়ে ফেলা অনেক ক্ষতির বিষয়।

‘পুশ পুশ’ নাকি ‘সেলফ পুশ’

বুয়েটে পড়তে যাবার আগের পর্যন্ত আমার ভেতর তেমন কোন অস্থিরতা ছিল না। নিউ টেনে উঠার পর আমার মা জননীর মাথা গোলমাল হয়ে গেল। যে কোন কারনে তার চিকিৎস্যা শুরু হতে সময় লেগেছিল। আমি নিউ টেনে থেকে শুরু করে এসএসসি পর্যন্ত অনেক দিন আমি বাড়ির পাশে মাঠে বসে পড়েছি। আমার অস্থির লাগত না। ঐ সময় আমি প্রায় মাঠে বসে পড়েছি এটা ক্রেডিট নেওয়ার জন্য লিখছি না বা এজন্য আমি কাউকে অভিযোগ করি না।

ইউনিভার্সিটিতে আসার পর থেকে আমার ভেতর একটা অস্থিরতা কাজ করা শুরু করে। আমি ফোকাস করতে পারতাম না। ফোকাসড হতে আমার অনেক সময় লেগেছে যদিও রেগুলার পড়ালেখার প্রতি আমার তেমন কোন আগ্রহ কাজ করত না।

এন্ট্রাপ্রানার লাইফেও আমার অস্থিরতা আরো বাড়ে। যে কোন বিষয়ে আমার ফোকাসড হতে বা ফোকাস ধরে রাখতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। আমি অনেকটা সার্কুলার ভাবে ফোকাস হারায় ফেলি এরপর আবার ফিরে আসি কিন্তু ডেলিভারি করি না। ডেলিভারির আগে আগে আমি আবার অন্য দিকে ফোকাস করি। নাটক সিনেমাতে বাচ্চা ডেলিভারির আগ মূহুর্তে যেমন পাশে দাঁড়িয়ে ডাক্তার, নার্স বা মিডওয়াইফরা ‘পুশ পুশ’ বলে আমি আমার জীবনে এই পুশ বলা লোকের অভাব থেকে বের হতে পারিনি। দিন শেষে আমি আবার নিজের উপর ভরসা করি এবং আবার ফোকাসে ফেরার চেস্টা করি। আমার জন্য ফোকাস হারানোটাই ফোকাসড কাজ হয়ে দাড়িয়েছে।

এই লেখা কেন লিখলাম। এর একটা উদ্দেশ্য আছে। আমার এখন বয়স ৪০+ কিন্তু লেখাটা তাদের জন্য বেশি কাজে দিবে যারা আমার থেকে কম বয়স পার করছে কিন্তু অস্থিরতায় আছে। ব্যক্তিগত ভাবে আমি এখনো অস্থির। আমাকে দেখে মনে হবে ডেড কুল কিন্তু ইটস রং। আমি সব সময় রং ইম্প্রেশন দেই। আমার নিজের ফাইন্ডিং হচ্ছে, ইউনিভার্সিটির আগে পর্যন্ত আমি নিজে নিজে ম্যানেজ করতে পারতাম বা তখনো এমন কিছু আমাকে ফেস করতে হয়নি যা আমার মানসিক প্রেসার নেওয়ার ক্ষমতাকে হারাতে পারেনি। পরের দিকে আমি বেন্ড হয়ে গেছি বার বার। বেন্ড থেকে সোজা হতে আমার সময় লেগেছে।

আমার দূর্বল জায়গা হচ্ছে, আমি সম্ভবত ‘পুশ পুশ’ এর জন্য অপেক্ষা করতাম কিন্তু আমাকে দিন শেষে ‘সেলফ পুশ’ এ ফিরতে হত, হয়েছে এবং হচ্ছে। প্রতিটি ব্যক্তির জন্য তার নিজের দূর্বলতা এবং সামর্থের জায়গা বুঝতে পারা খুব জরুরী। তবে শুরু ‘পুশ পুশ’ বা ‘শুধু সেলফ পুশ’ দিয়ে কাজ হয় না। এর সাথে ‘পুল পুল’ লাগে। পুশ, সেলফ পুশ এবং পুল এই তিনটার সমন্বয় জরুরী। সবার জন্য র‍্যান্ডম এরেঞ্জমেন্ট বা ভাগ্য একই রকম হয় না। আমার সম্পূর্ণ চিন্তা নিয়ে আমি অনেক বছর আগে একটা ব্লগ পোস্ট লিখেছিলাম যার জন্য নিজে কিছু ছবি এঁকেছিলাম সেগুলো এখানে যুক্ত করে দিলাম।

আগামী দুই বছর পর যারা বেসিস এর নির্বাচন করবেন তাদের জন্য আমার সামান্য কিছু ফ্রিমর্শ

একঃ হুট করে নির্বাচনের আগের সপ্তাহে সিদ্ধান্ত নিবেন না। নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান হুট করে হওয়া উচিত না।

দুইঃ ‘আমি ভালো কথা বলতে পারি না’ এভাবে কেউ প্রচারনার সময় কথার শুরুতে বলবেন না। হয় যারা কথা বলতে পারে তাদের দাড়াতে দিন না হলে নিজে কথা বলা শুরু করুন। আগামী দুই বছরে আপনি পাবলিক স্পিকিং শিখে যাবেন। না হলে পাবলিক স্পিকিং এর উপর কোর্স করুন।

তিনঃ আগামী দুই বছর নিজের অবস্থান এমন ভাবে প্রতিষ্ঠা করুন যাতে কাউকে ভোটের জন্য ফোন দিয়ে নিজের পূর্নাঙ্গ পরিচয় না দেওয়া লাগে। লিডারশিপ ধার এবং ভার দুটোতেই কাটার জিনিস।
চারঃ একগাদা ইন্ডাস্ট্রি কলিগকে সিসি করে কোন প্রকার মেইল করবেন না। এটা ভারি বেসিক জিনিস। এই ধরনের হাস্যকর কাজ করবেন না। এইটা আইটির লোকদের মানায় না।

পাঁচঃ আপনি নির্বাচিত হলে হ্যান তেন অসংখ্য কাজ করবেন এই ধরনের প্রচারে যাবেন না। জাস্ট একটা দুইটা পয়েন্টে থাকেন। এটা প্রেসিডেন্ট পোস্ট এর জন্য পরামর্শ না। দুই বছর খুব কম সময় আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না।

ছয়ঃ আগে কোন স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন না এমন হলে নির্বাচন না করা ভালো। প্রয়োজনে পর পর দুই + দুই = চার বছর দুটো স্ট্যান্ডিং কমিটিতে অংশ নেন।

সাতঃ নির্বাচনের প্রচার হিসাবে অন্য কারো ব্যক্তিগত বা একান্ত ব্যক্তিগত নেগেটিভ জিনিস প্রচার করবেন না। অন্যের দূর্বলতা আপনার পজেটিভ পয়েন্ট না। এই গুলো শিশুতোষ এবং একান্তই গ্রাম্য রাজনীতির মত বিষয় হয়ে যায়।

আটঃ নিজের সাথে নিজের কম্পানীর উন্নতিও দরকার। যাতে কম্পানী দিয়েও মানুষ এক নামে চেনে। অনেক পরিচিত লিডার টাইপ মানুষ আসলে কোন কম্পানীর এটা অনেকে জানে না। মানে তাদের
কম্পানীর হদিস বা কম্পানীর কাজ কর্ম অনেকে জানে না।

আরো দুটো যুক্ত করলে পারলে দশটা পূর্ণ হত কিন্তু কীবোর্ডের কালি প্রায় শে