in Uncategorized

আপনি কি ব্যাঙ নাকি মানুষ?

মাঝে মাঝে দেখি উঠান থেকে ব্যাঙ লাফিয়ে লাগিয়ে এসে বারান্দায় , বাথরুমে চলে আসে। মূলত এরা নাইট স্টে করার জন্য আসে। প্রায় প্রতিদিনই দেখি রাতের বেলা এরা আসে। এমন হতে পারে রাতে এরা কয়েকজন আমাদের বারান্দায় থাকে। অদ্ভুত ব্যাপার রাতে থাকার জন্য এরা কোন পারমিশন নেয় না, কোন পয়সাও দেয় না।

মূলত মানুষই একমাত্র প্রানী যারা হয় পয়সা খরচ করে বাসা ভাড়া দিয়ে থাকে নয়তো নিজের বাড়ি হলে বছর বছর সরকারকে ভুমি কর দিয়ে বসবাস করে। অন্যদিকে মানুষ বাদে অন্য সকাল জীব কোন ভাড়া-কর ছাড়াই বসবাস করে, থাকার জন্য অনুমতি নেয় না, লাগে না!