দুই একটা দিন আমার খুব খিদে লাগে, মনে হয় এক হাঁড়ি ভাত খেয়ে ফেলি,
খিদেটা যত বেশি পেটে তার বেশি কাজ করে মাথায়…
চেতনায় খিদে, বোধে খিদে, চিন্তায় খিদে, দুঃচিন্তায় খিদে –
খিদে ! খিদে !! খিদে !!! আপাদমস্তক শুধু খিদে, মনে হয় যেন
মাউস খেয়ে ফেলি, কিবোর্ড খেয়ে ফেলি, চিবিয়ে তছনছ করে ফেলি টিভির রিমোট ।।
বাম মস্তিষ্কে খিদে, ডান মস্তিষ্কে খিদে। আমি শুধু খাই খাই করি।
আমার খেতে ইচ্ছে করে আমার নিজের চোখ যা দিয়ে আমি স্বপ্ন দেখি,
মাথার ভেতর খাওয়ার ইচ্ছেগুলো হাসফাঁস করে।
আমার খেতে ইচ্ছে করে সকাল, আমি সময়কে খেতে চাই।
সকাল খেয়ে চুরমার করে আমি দুপুর করি। দুপুর খেয়ে আমি ডেকে আনতে চাই গহীন অন্ধকার রাত।
কোন কোন দিন রাত বাড়ার সাথে সাথে খিদে বাড়তে থাকে।
আমি আমার খিদের অনুভূতিকে খেতে চাই, তারপর সেই খাওয়ার অনুভূতিকে খাব।
আমি একটি টিভি চ্যানেল খুলে আমার খাওয়ার ইচ্ছেগুলো প্রচার করব টেকনাফ থেকে তেঁতুলিয়া।
আমি দুঃখ খাব,ভালোবাসা খেয়ে বাঁধাব বদহজম !
আমি কলহ খাব, ক্রোধ খাব, খাওয়া আমার অধিকার, আমার স্বাধীনতা।
————————-
মানচুমাহারা, ২৬/০৩/২০১৩
উৎসর্গঃ নিজেকে
খুবই ভাল লাগল খিদের এই অনন্ত বিস্তার… আমারও যেন এমন অনুভূত হয়…