জুমলা ১.৫.৮ ভার্সনে কন্টেন্টে ডিফল্ট কিছু স্পেসিফিক html ট্যাগ ফিল্টার এর ব্যবস্থা করা হয়েছে সিকিউরিটি ইস্যু চিন্তা করে। এক্ষেত্রে html ট্যাগ সমূহকে তিন ক্যাটাগরীতে ভাগ করা হয়েছে। ব্লাকলিস্ট(Blacklist), হোয়াইট লিস্ট(Whitelist) এবং নো এইচটিএমএল(No Html)। ডিফল্ট হিসাবে ব্লাকলিস্ট সিলেক্ট করা থাকে। অর্থাৎ নির্দিষ্ট কিছু html ট্যাগ ছাড়া আর কিছু ব্যবহার করা যাবে না। সুপার এডমিন চাইলে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের জন্য বিভিন্ন ইউজার গ্রুপ এর ভেতর আলাদা ভাবে এই ফিল্টার অপশন সেট করে দিতে পারেন।
আমি আজ জুমলাতে ফ্লাশ এড করতে গিয়ে বুঝতে পারলাম object ট্যাগ টা ফিল্টার করে দিচ্ছে এবং গুগল করেই জুমলার উইকিতে পেয়ে গেলাম সমস্যার কারণ। এই ডিফল্ট ফিল্টার কিভাবে সম্পাদনা করবেন তা নিচের লিঙ্কে বিস্তারিত পাবেন। আশা করি আমার মতো যারা এই সমস্যায় পড়েছেন বা পড়বেন তাদের জন্য উপকার হবে। কারণ মাঝে মাঝে এই ধরনের ছোট খাট সমস্যায় পড়ে অনেকেই মাথার চুল ছিড়ে ফেলেন। জুমলার ডিফল্ট tinymce editor এর থেকে যদি JCE এডিটর ব্যবহার করেন তাহলে কন্টেন্টে এডিটে অনেক অপশন পাবেন। জুমলার ব্যাপারে একটা জিনিস সব সময় মাথায় রাখি তা হল করা যায় না এমন কিছু নাই(অবশ্যই লিমিট আছে :P) জুমলাতে তবে তা খুঁজে নিতে হবে।
বহিঃসংযোগঃ Why does some HTML get removed from articles in version 1.5.8?
"জুমলার ব্যাপারে একটা জিনিস সব সময় মাথায় রাখি তা হল করা যায় না এমন কিছু নাই(অবশ্যই লিমিট আছে :P)" ২০০% একমত!