in Uncategorized

গিন্নির হোটেলের ফুড রিভিউ(কলকাতার টোনে)

রাতে গিন্নির হোটেলেই খেলাম। খেতে যখন হবেই তাই দেরি না করে ঠিক দশটায় বসে গেলাম খেতে। খাওয়ার শুরুতেই দিল পুরা এক গ্লাস জল, বসার জন্য চেয়ার আর চকচক করে মাজা একটা স্টিলের থালা।

বসতে বসতে থালাতে তুলে দিল ঝুরঝুরে সাদা ভাত, ঝোল ঝোল ঝাল ঝাল দু-তিন পিচ খাসির মাংস আর বেশ বড় সাইজের কয়েক টুকরো নরম তুল তুলে আলু। সাথে আরো ছিল নিজের ক্ষেত থেকে তুলে আনা বেগুন।

চাক চাক গোল গোল করে তেলে ভাজা নতুন তুলতুলে বেগুন ভাজা খাবার এর স্বাদ আরো বাড়িয়ে দিল। খাওয়ার শেষের দিকে আরো একটু ঝোল আমি নিজেই থালাতে নিয়ে চেটে চেটে খেলাম। অনেক বেশি আইটেম না হলেও খাবারটা ছিল দারুন। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে আর এক গ্লাস জলের সাথে একটা প্রেসার এর ট্যাবলেট খেয়ে নিলাম। ব্যস আজকের রাতের মত শেষ হয়ে গেল পেট পুজো।

তোমরা রাতে কি খেলে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলে যেও না। আর তোমরা যারা আমাকে ভালোবাসো এবং যারা চাও যেন আমি এই ভাবে গিন্নির হোটেল দুটো ভালো মন্দ খেয়ে বেচে থাকি তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না।