in Uncategorized

সাহসের সাথে বলুন, আমি পারব না

আমি পারব, আমাকে দিয়ে হবে… ব্লা ব্লা যদি আত্মবিশ্বাস হয় তাহলে আমি পারব না, আমাকে দিয়ে হবে না…এগুলোও আত্মবিশ্বাস। দিন শেষে এগুলো বিশ্বাস, ফ্যাক্টস না। আমি পারতেও পারি আবার নাও পারতে পারি।

অনেকে কোন কিছু এচিভ করার পর বলে, আমিতো ভাবছিলাম আমাকে দিয়ে হবে না কিন্তু কেমনে কেমনে যেন হয়ে গেল। আবার অনেকে ফেইল করে বলে, আমি ১০০% নিশ্চিত ছিলাম এটা আমি পারব কিন্তু কিভাবে কি হল আমি পেরে গেলাম!

তাই যদি আপনার মনে হয় আপনি কোন কিছু পারবেন না সেটাও আত্মবিশ্বাস এর সাথে বলুন। আপনি পারবেন না এটা নিয়ে আত্মবিশ্বাসী হোন। সাহসের সাথে বলুন, আমি পারব না, আমাকে দিয়ে হবে না!