ছোট বেলায় মা বলত, বাবা খাওয়ার পর থালে একটু জল দিয়ে ভিজায়ে রাখবা না হলে মায়ের বুক শুকায়ে যায়। মায়ের বুক শুকায়ে যাবে এটা আমি মেনে নিতে পারতাম না তাই খাওয়ার পর থালে একটু জল ঢেলে দিতাম। যদিও ছোট বেলায় থালেই হাত ধুতাম।
আমি ব্যাপারটা একটু বড় হবার পর বুঝতে পেরেছি আর তা হল, যদি খাওয়ার পর থালা বাসনে একটু পানি না দিয়ে রাখা হয় তাহলে শুকায়ে যায় যা পরিস্কার করার সময় কষ্ট হয়। অনেক সময় ভাত বা এই ধরনের জিনিস শুকায়ে ধার হয়ে যায় যা নখ দিয়ে খোচা দিলে নখে কেটে যেতে পারে। আগেকার দিনে বড় বড় পরিবার থাকত। দেখা গেল পরিবারের সদস্য ২০ জন, প্রায় প্রতিবেলায় খাওয়ার পর ৫০-১০০ থালাবাসন জমত। হয়তো একজন মানুষকেই এই গুলো ধোয়া লাগত, এতগুলো থালা বাসান ধুতে ধুতে একজন মানুষের বুক শুকায়ে যাওয়ারই কথা।
এই ধরনের ১০০টা বিষয় এবং তার ব্যাখ্যা নিয়ে যদি একটা বই লিখি তাহলে আপনারা সেই বই কিনতে আগ্রহী হবেন কিনা আর বইয়ের দাম কত হলে অনাগ্রহী হবেন না ?
বিঃ দ্রঃ বইয়ে এই ব্যাখ্যাটা ফ্রি দেওয়া হবে মানে ১০১টা বিষয় নিয়ে আলোচনা থাকবে।