in Bangla Blogs, My Bengali Poems

পাগলের দেখা নাই

তিতা মিঠা বুঝে না যে পাগল
দুটো জিলাপির জন্য আসত
তাকে আর পাওয়া যাচ্ছে না,
সে আর আসে না।

সাঁকো নাড়ানোর জন্য যে পাগল খাল পাড়ে বসে থাকত
সে হারিয়ে গেছে।
সাঁকো আছে, পথিক আছে, শুধু পাগলের দেখা নাই।