গতকাল কোন একটা লিঙ্ক থেকে যেতে যেতে গুগল টক ল্যাব এডিশনের খোঁজ পেলাম। বেশ কিছু নতুন ফিচার চোখে পড়লো। অনলাইন গ্যাজেট হিসাবে যা আছে সেইটাই ডেক্সটপে নিয়ে এসেছে।
নতুন ফিচারসমূহ এখানেঃ
- গ্রুপ চ্যাট
- অরকুট, গুগল ক্যালেন্ডার ও গুগল মেইল বা জিমেইল এর নোটিফিকেশন বাবল আকারে দেখায়।
- invisible mode [ ছবি দেখুন এখানে]
- আমি ব্যক্তিগত ভাবে এটা গুগল টকে খুব মিস করতাম।
- বর্তমান নরমাল ভার্সনে এই কাজটা আপনি করতে পারবেন একটা প্লাগিন ব্যবহার করে। এটা এই পাতা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ছবি দেখুন এখানে।
কিছু ফিচার যা নরমাল ভার্সনে আছে কিন্তু ল্যাব এডিশনের নাই যেমনঃ
কঃ ফাইল শেয়ারিং হয়না।
খঃ অফলাইন বন্ধুদের লুকিয়ে রাখার অপশন পাচ্ছি না।
গুগল যে এটা নিয়ে বেশ কাজ করছে তা বুঝতে পারলাম অনলাইনে এটা নিয়ে কিছু রিভিউ পড়ে। অনেকের রিভিউতে মিসিং ফিচার লিস্টিতে যা ছিলো তার কিছু এখন চলে এসেছে। জিমেইলকে গুগলের অন্যান্য ফিচারের সাথে ইন্ট্রিগ্রেট করার জন্য গুগল জিমেইলের কোডও পরিবর্তন করেছে বিভিন্ন সময়।