in Bangla Blogs, Uncategorized

খিদে

সকালে দুটো ডাল ভাত খাওয়ার বন্দোবস্ত হল। দানা পরার পর পেটের বয়ানবাজি বন্ধ হইছে আপতত। ‘খিদের উপর সত্যি কিছু নাই এই’ বাইনারির জীবনচক্রে আটকেই থাকলাম।

খিদের আবার রকমফের আছে। কোন খিদে অভ্যুথান ঘটায়, কোন খিদে বিপ্লবের আশা জাগায়। পেটের খিদের চেয়ে বড় দোসর আর ২য়টা নাই। পেটের খিদে সকাল হলেই ফ্যাসিস্টের মত কামড়ে ধরে আর মনের খিদে নিজেকে করে স্বৈরাচারি।

পেটের খিদে আর মনের খিদের কি কোন জেন্ডার আছে? মানে ধরেন পেটের খিদে ফিমেল আর মনের খিদে মেল নাকি এরা জেন্ডার লেস কিংবা উভয়লিঙ্গ।

খিদেরা নেতার মত, সকাল বিকাল আমরা খিদের কাছে পাতি নেতার মত মাথা নুয়ে পড়ি। নেতার পেট ভরানোর জন্য আমাদের কি দাপাদাপি!