এলো মেলো এই বসতবাড়ী ফেলে
একদিন ঠিকই উড়াল দেবো,
মুছে যাব,হারিয়ে যাব,ফুরিয়ে যাব
ভেংগে যাব শুকনা পাতার মতো।।
হালকা কুয়াশার মাঝে আমি আরও ঝাপসা হব,
প্রতি ঘন্টা কাজের শেষে আমি ক্লান্ত হব।
নিরব,নিঃসাড়,নিস্তব্ধ হব,বিমর্ষ হব আমি,
আমি হতাশ হব,নিরাশ হব,হব বেহিসাবী মাতাল
আমি ঘুমাবো,আমি স্বপ্ন দেখবো,হব বেসামাল।।
আমি স্রোত হীন নদী হব,আমি হব কর্দমাক্ত পথ
আমি পাথাহীন পাখি হব,হব চাকাহীন রথ।
সীমাহীন পথ আমি হাটবো কচ্ছপের গতিতে
আমি ভালবাসতে-বাসতে ফুরিয়ে যাব আপন ক্ষতিতে।।
তোমাদের থেকে আমার ক্রোশ ক্রোশ দুরত্ব বাড়বে
আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাব,হব অনুভূতিহীন
আমি অনিমেষ হেঁটে যাব-পথভ্রষ্ট হয়ে-গন্তব্যহীন।।
অন্ধকার-অসীমশূন্যতাকে ভর করে ভেসে বেড়াবো
তোমাদের জন্য আনবো অফুরন্ত অমংগল
বন্যা,খরা,তোমরা আমাকে করবে শাপ-শাপন্ত
আমি আমার অলসতা সংক্রমিত করবো আদিগন্ত।।