in Bangla Blogs

প্রজন্ম ফোরামের ৪র্থ আড্ডা থেকে ঘুরে আসলাম

আজ ছিলো প্রজন্ম ফোরামের ৪র্থ আড্ডা। আগের তিনবারের চেয়ে এইবার আয়োজন বেশ বড় ছিলো। বিকাল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠান শুরু হয়। স্থান ছিলো ধানমন্ডি লেকের পানসি রেস্তোরা। প্রায় ৫০ জনের মতো সদস্য, অতিথি ছিলেন। শুরুতেই পরিচয় পর্ব ছিলো। অনেক ভার্চুয়াল মানুষের সাথে পরিচয় হলো। নতুন করে যাদের সাথে ফিজিক্যালি পরিচয় হলো যাদের সাথে অনলাইন পরিচয় ছিলো বা যাদের অনলাইনে চিনি (অনেকের সাথেই আগে দেখা হয়েছে তাই আর সবার নাম উল্লেখ করছি না) যেমন সুহৃদ সরকার, মাহমুব মোর্শেদ, মনি(প্রজন্ম ফোরাম), শিপলু ভাই, মেহেদি আকরাম, ডার্কলর্ডসহ আরো অনেকে। পরিচয় পর্ব শেষে ফোরামের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও আলোচনা ছিলো বেশ কিছুক্ষন। এরপর খাওয়া দাওয়া বুফে টাইপ। সব মিলিয়ে বেশ মজা হলো।
এইখানে আড্ডার বেশ কিছু ছবি পাওয়া যাবে। এতো সুন্দর একটা গেট২গেদার এর আয়োজন করার জন্য প্রজন্ম ফোরাম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।

এ বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামের আমার পোশট এই খানে

Comments are closed.