আমার ধারনা মানুষ একদিন মাংস খাওয়ার জন্যই ডায়নোসর এর চাষ করবে। যেভাবে মানুষ বাড়ছে তাতে প্রোটিং এর চাহিদা যোগান দেওয়া এক সময় প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু কথা হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া ডায়নোসর বা বিশাল লোমশ হাতি যদি আমরা গবেষনার মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারি তাহলে তাদের পোষ মানাবো কিভাবে, তাদের মাংসের জন্য ব্যবহার করার জন্যতো অত বড় ছুড়ি দাও কিভাবে ম্যানেজ করব আমরা?
নিশ্চয় গেম অব থ্রন্স এ রানী ডেনেরিস এর ভাষা বা কমান্ড যেভাবে ড্রাগন পালন করত কিংবা কুপি/ল্যাম্প থেকে বের হওয়া দৈত্য যেভাবে কথা শুনত সেই ভাবে কিছু একটা নিশ্চয় ম্যানেজ করা যাবে। কিন্তু কিভাবে হবে সেটা, এই আধুনিক যুগে কি যাদু দিয়ে হবে?
নিশ্চয় হবে, তবে ইলন মাস্কের নিউরাল লিঙ্ক কম্পানী যা করছে সেই রকম কিছু হবে নিশ্চয়। একটা শিশু ডায়নোসর এর ব্রেনে একটা চিপ বসিয়ে দেওয়া হবে। সেই চিপ এর মাধ্যমে তার ব্রেন বা তার আচরণ নিয়ন্ত্রন করা হবে। তাকে সারাদিন কলকাতার নিউজ চ্যানেল গুলো দেখিয়ে বোকা বানিয়ে রাখা হবে।
ইলন এর বোরিং কম্পানী যা বিশাল বিশাল মেশিন দিয়ে মাটির নিচে সুরঙ্গ বানায় ঐ রকম বড় বড় যন্ত্র দিয়ে ডায়নোসর জবাই করে মাংস ছোট ছোট পিচ করা হবে। এত বড় ফ্রিজ কোথায় পাব আমরা এই মাংস সংরক্ষন করার জন্য। হয়তো এন্টার্টিকায় নিয়ে রাখা হবে।
আচ্ছা সব কিছু সম্ভব হয়, মানুষ কি ডায়নোসর এর মাংস খাবে?
Colossal Biosciences নামের একটা কম্পানী অনেক আগে বিলুপ্ত হয়ে যাওয়া লোমশ বড় হাতি ফিরিয়ে আনার প্রজেক্ট নিয়ে কাজ করছে।
টেকক্রাঞ্চ এর একটা নিউজ এর সামারি নিম্নরুপঃ
কলসাল বায়োসায়েন্সেস, যে কোম্পানিটি বিখ্যাতভাবে উলি ম্যামথ এবং আরো দুটি বিলুপ্ত প্রজাতিকে ফিরিয়ে আনার মিশনে রয়েছে, TWG গ্লোবাল থেকে $২০০ মিলিয়ন সিরিজ সি তহবিল সংগ্রহ করেছে, যার মূল্যায়ন $১০.২ বিলিয়ন। TWG গ্লোবাল হচ্ছে গুগেনহাইম পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা মার্ক ওয়াল্টার এবং বিলিয়নিয়ার থমাস টুলের বিনিয়োগ কোম্পানি।
এই তহবিলটি এসেছে কোম্পানির পূর্ববর্তী রাউন্ড বন্ধের দুই বছর পরে, যার মূল্যায়ন ছিল $১.৫ বিলিয়ন।