in Bangla Blogs

ছোট্ট পুঁটি মাছ

জানার চেস্টা করি নাই ঠিক তা নয়,
তবে জানতে জানতে যে সময় চলে যায় তা ঠাওর করা কঠিন হয়ে যায়।

ছোট্ট পুঁটি মাছ, আধার পরিক্ষা করতে গিয়ে যেভাবে বর্শিতে বিঁধে যায় শেষ করে প্রাণ সেভাবে আমাকে একদিন খেয়েছিল মহাকাল !

প্রাণ ভয়ে আমি সেবার ঠিক পিছু হঠে আসি নাই বরং পেরিয়ে গিয়েছিলাম ল্যাংটা কাঁদা ! কারণ মরে যাবার থেকে আমাকে বেশি ভীত করেছিল আধ মরা হয়ে মৃত্যুর জন্য ঝুলে থাকা !!

মনে আছে সেই আসামীর কথা যাকে ফাঁসীর দরিতে ঝুলিয়ে রাখা হয়েছিল কিন্তু আজও মৃত্যুদন্ড কার্যকর করা হয়নি। রশিতে রশিতে ঝুলতে ঝুলতে সে ক্লান্ত হয়ে মুখ দিয়ে আউড়ে দিয়েছিল খিস্তি “অস্পৃশ্য, ছোটলোক !”

০৫.০৮.২০১২
ফেসবুকে স্ট্যাটাস হিসাবে যোগকৃত।