in Uncategorized

Resume লেখার কিছু কুইক টিপস

১। Education: শুধুমাত্র শেষ এডুকেশনাল ডিগ্রী উল্লেখ করুন বা অনার্স/ডিপ্লোমা থেকে শুরু করুন, প্রাইমারি, হাইস্কুল, কলেজ এত কিছু দরকার নাই। যদি অনার্স বা ডিপ্লোমা না থাকে তাহলে শুধুমাত্র শেষটা।

২। Personal Details: এই অংশ টুকু দরকার নাই। আপনার চাকরি হবার পর বা চাকরি হবার আগে যদি জিজ্ঞাসা করে তখন ডিটেইলস দিবেন। রিসুম এর শুরুতে নাম, ইমেইল, ফোন এগুলো উল্লেখ করবেন। এই তিনটার বানান বা সঠিক তিন বার চেক করবেন। আমি ভুল মোবাইল বা ইমেইল নাম্বার লেখা রিজুম অনেক পেয়েছি।

৩। Job Specific Resume/Regular Update: রিজুম জমি জমার সীমানা না যে একবার লিখলেন আর সারা জীবন ওটা দিয়ে পার করবেন। আপনি যে জবে এর জন্য এপ্লাই করছেন তার উপযোগী রিজুম বানান। একটা মেইন রিজুম রাখেন যত ডিটেইলস আছে সব নিয়ে প্রয়োজনে। কিন্তু যদি প্রতিটি জব এ এপ্লাই করার আগে জব স্পেসিফিক নিজের স্কিল বা অনান্য বিষয় নিয়ে রিজুমটা নতুন আর একটা ফাইলে রিরাইট করেন তাহলে জবের ইন্টার ভিউতে ডাক পাবার সম্ভাবনা বাড়ে। ধরেন আপনি যে জবে এপ্লাই করেছেন সেটা পিএইচিপি স্পেসিফিক কিন্তু আপনি আপনার রিজিউমের শুরুতে প্রজেক্ট সেকশনে উল্লেখ করে জাভা দিয়ে বানানো প্রজেক্ট। পরেরটা নোড এর এবং ৩য়টাতে এসে পিএইচিপি। এটা না করে যদি পিএইচপি জবে পিএইচপির প্রজেক্ট আগে লিখেন তাহলে সেটা বেশি গ্রহনযোগ্য হয়।

৪। Skill: জব স্পেসিফিক স্কিল গুলো আগে লিখুন।

৫। Projects: যদি নিজের প্রজেক্ট কিছু থাকে তাহলে সেগুলো গিটহাবে সুন্দর করে উপস্থাপন করুন। গিটহাবে প্রতিটি প্রুজেক্টে রিডমি ফাইল যুক্ত করে প্রজেক্টের বর্ননা এবং কি কি কাজ করেছেন তার ডিটেইলস লিখেন, কি ধরনের চ্যালেঞ্জ ছিল এবং আপনি কিভাবে সলভ করেছেন তা লিখুন। রিজুমে আপনার বেস্ট২/৩/৪ টা প্রজেক্টকে সংক্ষেপে লিখুন। প্রজেক্ট এর নাম, কি কি টেক ব্যবহার করেছেন, ২/৩ লাইন বর্ননা। প্রজেক্টগুলো অবশ্যই জব স্পেসিফিক সবার আগে। প্রজেক্ট কত আগে করেছেন সেই সাল যুক্ত করুন।

৬। Experience: সবচেয়ে রিসেন্ট এক্সপেরিয়েন্স সবার আগে লিখুন, কম্পানীর নাম, সময়কাল, সেখানে কি কি কাজ করতেন সংক্ষেপে প্রতিটি এক্সপেরিয়েন্স এর জন্য লিখুন।

৭। Reference: প্রয়োজন না থাকলে বাদ দিন।

যত বেশি লম্বা রিজুম তত বিরক্তিকর। মানুষ যত এক্সপেয়েন্স গেইন করে তার রিজুম তত ছোট হয়। আপনি যদি লেখার কিছু না পান তাহলে লিখবেন না। কম বা অদরকারি বিষয়ে আপনার রিজুমে পড়তে বিরক্তি তৈরি হবে।

ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন, শেয়ার দিন।

ধন্যবাদ।