ফেসবুক কিংবা টুইটার দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছে আর সেই সাথে গুগল প্লাস এসে নিজের ব্যর্থ অবস্থান তৈরির চেস্টা করে যাচ্ছে। এতোদিন আমরা একটা সোস্যাল নেটওয়ার্কেই ক্ষুদ্র/বড় বার্তা শেয়ার(স্ট্যাটাস আপডেট), ছবি শেয়ার, ভিডিও শেয়ার ইত্যাদি করতাম… যেমন ফেসবুকে একই সাথে স্ট্যাটাস আপডেট, ছবি, ওডিও, ভিডিও, নোট লেখা, গেম খেলাসহ অনেককিছু করা যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে আগামীতে এই ধারা অচিরেই এলোমেলো হয়ে যাবে… শুরু হবে ছবি শেয়ার নেটওয়ার্ক, ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক … একটা ব্যাপার হচ্ছে এই ধরনের সাইট কিন্তু আছে যেমন ফ্লিকার কিংবা ইউটিউব তবে এখানে যতনা বেশি শেয়ার হয় তার থেকে নেটওয়ার্কিং বা ফলোয়িং-ফলোয়ার সম্পর্ক এর টানাপোড়েন নিতান্তই কমই হয়। আর তাই খুব কম সময়ে তিনটি সোস্যাল নেটওয়ার্ক নতুন করে জায়গা করে নিচ্ছে যারা যথাক্রমে ছবি, ভিডিও এবং ওডিও শেয়ারিং সোস্যাল নেটওয়ার্ক …
পিন্টারেস্ট(http://pinterest.com/)
চিল(http://chill.com)
দিজইজমাইজ্যাম(http://www.thisismyjam.com/)
Thought there would be Diaspora in the list 😉
ami pinterest a akta kaj kortesi… jotil lagtese.
পিন্টারেস্টকে আমার কাছে পুরোপুরি মেয়েদের সাইট লাগে। তবে সন্দেহ নাই ভবিষ্যতে ফ্লিকারের ভাত মেরে খাবে। চিল, দিজইজমাইজ্যাম এই দুইটা নিয়ে আইডিয়া নাই
সুন্দর লেখা তবে এখনো নাম শুনি নাই একটারো ।