in My Bengali Poems

নিষেধাজ্ঞা না

প্রিয়তমা ন্যাটো জোট রাশিয়ার উপর অনেক রকম নিষেধাজ্ঞা দিলেও
আমি তোমার উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করব না।

তুমি চাইলে আমাকে আরো বেশি বেশি ভালোবাসতে পার।

আমি তোমার দুয়ারে সাউন্ড গ্রেনেড, ভ্যাকুয়াম বোমা কিছুই ফাটাবো না।
এমনকি গোলাপের সুবাশও ছড়িয়েও তোমাকে পাগল করব না।

আমি তোমার বাড়ির আঙ্গিনায় গাছের পাতার ফাঁকে লুকিয়ে
টুকি টুকি দেব।
তুমি সুযোগ পেলে উকি উকি দিও।

Write a Comment

Comment