in Bangla Blogs

একদিন একটা কবিতা লিখেছিলাম

একদিন একটা ল্যাম্পপোস্টকে ভালোবেসেছিলাম, জানান না দিয়েই ওটা ঝড়ে ভেঙে পড়েছিল।

একদিন একটা ইনার্জি সেভিং বাল্বকে দেখে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, কিছুদিনের ভেতর ফিউজ হয়ে গিয়েছিল।

একদিন একটা ডাস্টবিনের ময়লাগুলোকে মনে ধরে ছিল, পরের দিন দেখি সেগুলো সিটিকর্পোরেশন নিয়ে গেছে !

একদিন একটা কবিতা লিখেছিলাম, কেউ পড়ার আগেই ছিড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিলাম।

নোটঃ ফেসবুকের স্ট্যাটাস হিসাবে যোগকৃত এখানে