in My Bengali Poems

বনমাটি

সেই বনমানুষের কথা মনে আছে ?
সভ্যতার জ্ঞান ছাড়াই যে ফসল ফলিয়েছিল, অজান্তে যে চাষ করেছিল উর্বর মাটিকে।

আজ আমি এক মাটির কথা বলব, তার নাম বনমাটি।
সৃষ্টির শুরু থেকে প্রতিদিন সূর্য ছুঁয়ে যায় বনমাটিকে,
সূর্যের সাথে তার কোন বিশেষ সখ্যতা ছিল তা নয়, না ছিল পানির সঙ্গে !
তবু পানিতে ভিজেছিল বনমাটি অনেকবার ।।

বনমাটি অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করে, একদিন বীরদর্পে বনমানুষ হাজির হবে তার অকৃত্রিম লাঙ্গল নিয়ে,
সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে বনমানুষ হাজির হবে।

বাতাসের সাথে বনমাটির আজন্ম বন্ধুত্ব।
পৃথিবীর অজানা অচেনা অলিগলি পাড়ি দিয়ে বাতাস বনমাটির বার্তা বয়ে নিয়ে যায় সেই আদিম মানুষের কাছে।

ঠিক কবে তা কেউ জানে না, তবে একদিন বনমাটি আর বনমানুষের দেখা হয়। তাদের নতুন নাম হয় মাটি আর মানুষ।

১৪।০৩।২০১৩
উৎসর্গঃ পৃথিবীর প্রথম বনমাটিকে।
—————————-
বিঃ দ্রঃ এই লেখাটির নাম কেন শুধু বনমাটি হল তা প্রশ্ন করা যাবে না।
বিঃ দ্রঃ২ এই লেখার প্রথম পাঠক বন্ধু সুজিত মনের ভেতর বনমাটির যে অর্থ মজুদ করেছে তা ভুল।
বিঃ দ্রঃ৩ বানান ভুল গুলো নিজ গুনে ক্ষমা করবেন। স্যার হুমায়ুন আহমেদ যদিও তার একটা লেখায় বলেছেন, মানুষ হিসাবে ভুল করার অধিকার আমি রাখি।