in Software Review

pidgin বা পিজিন (multi-protocol Instant Messaging client)

pidgin বা পিজিন হল উন্মুক্ত সোর্স কোড ভিত্তিক একটি মেসেঞ্জার। এটি দিয়ে এক সাথে একাধিক তাৎক্ষনিক বার্তার নেটওয়ার্কের একাধিক একাউন্টে এক সাথে লগইন করা যায়। বিশেষ করে যারা লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের কাছে এটা খুবই পরিচিত। একটা সফট্যয়ার ইনস্টল করেই এক সাথে ইয়াহু, গুগল(জিটক), এম এস এন ইত্যাদিতে চ্যাট করা যায়। পিজিন মূলত জেইম বা GAIM নামে পরিচিত। মূলত লিনাক্সের জন্য তৈরি হলেও এটার উইন্ডোজ ভার্সন পাওয়া যায়।

হয়তো ইয়াহু মেসেঞ্জারের মতো সব সুবিধা না থাকলেও পিজিন অনেক লাইট ওয়েটেড ও কম ব্যন্ড উইডে বেশ ভালো চলে। আর নিয়মিত আপডেট হয় বলে বাগগুলো কিছু দিন পর পর ফিক্স করা করা হয়। পিজিনের সাথে বেশ কিছু প্লাগইন থাকে। সেই সাথে আরো অনেক প্লাগইন পাওয়া যায় যা ইনস্টল করে নিলে আরো বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। পিজিনে এখনো ভিডিও চ্যাট সাপোর্ট করে না। তবে হয়তো একদিন এই সুবিধাও চলে আসবে।

এখন পিজিনের কিছু ফিচার ও ডাউনলোড লিঙ্ক দেখিঃ

যেসকল প্রটোকল সাপোর্ট করেঃ AIM, ICQ, Jabber/XMPP, MSN Messenger, Yahoo!, Bonjour, Gadu-Gadu, IRC, Novell GroupWise Messenger, QQ, Lotus Sametime, SILC, SIMPLE, MySpaceIM, and Zephyr.

প্লাট ফর্মঃ Windows, Linux, BSD, and other Unixes. OS X এর জন্য পিজিনের মতো একটা মেসেঞ্জার আছে নাম। Adium.

ডেভেলপার সাইটঃ developer.pidgin.im

ডাউনলোড করুনঃ

উইন্ডোজ ভার্সন

ফেডোরা ৪,৫,৬ এর জন্য এই ফাইলটা ডাউনলোড করুন। এরপর /etc/yum.repos.d/ ডিরেক্টরিতে সেইভ করুন। এরপর টার্মিনাল থেকে “yum install pidgin” এই কমান্ডটি দিন।ফেডোরা ৭ এর জন্য এখনো বাইনারি ফাইল আসে নাই।

আর তাছাড়া আপনি সোর্স কোড থেকেও কম্পাইল করে নিতে পারেন সহজে।

রেড হ্যাটের জন্য এই লিঙ্ক অনুসরণ করুন।

পিজিন প্লাগইন প্যাকঃ এই লিংক থেকে পিজিনের জন্য অসংখ্য প্লাগইন পাবেন যা ইনস্টল করলে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। এখান থেকে ডাউনলোড করে নিন আপনার পছন্দের অপারেটিং সিস্টেমের জন্য প্লাগইন।

পিজিন সম্পর্কিত সব নতুন তথ্য জানার জন্য এখানে দেখুন। আর পিজিনের লিড ডেভেলপার Sean Egan এর ব্লগ দেখুন এখান থেকে

পিজিনের স্মাইলিগুলো পছন্দ না হলে এখান থেকে ইয়াহু ও এমএসএন এর স্মাইলি প্যাক ডাউনলোড করে নিতে পারেন…

ইয়াহু আইডি দিয়ে চ্যাট করে ইয়াহু স্মাইলি আসবে আর এমএসএন আইডিতে এমএসএন স্মাইলি।

স্মাইলি প্যাকটি ইন্সটল করার জন্য পিজিনের Tools>>Preference মেনুতে গিয়ে Smiley Themes ট্যাবে ডাউনলোডকৃত 59794-Original.tar.gz ফাইলটি ড্র্যাগ-ড্রপ করুন*

(*এটি লিনাক্স এবং উইন্ডোজ উভয় ঘরানার অপারেটিং সিস্টেমেই কাজ করে)

কিভাবে জেইম বা পিজিনে ইয়াহু ও গুগল টক ব্যবহার করবেন তা নিচে দেওয়া হলোঃ

For Yahoo:

============

Protocol :yahoo

Screen Name:user name without “@yahoo.com”

Password :yahoo maill account password

Local Alias: Ur name or nick

Yahoo Options

1.Uncheck Yahoo Japan if u r a bd ppl

2.

Keep unchanged except (if u r from bd)

Japan page server:cs.yahoo.co.sg

Japan file transfer server:filetransfer.msg.yahoo.co.sg

3.

Proxy

as given by ISP

For Gmail:

=========

protocol:Jabbar/XMMP

[Note: Jabbar in gaim(old version of pidgin) and xmmp in pidgin]

Screen Name:Username without “@gmail.com”

Server:gmail.com

Resource:Gaim

Password:Gmail accout password

Jabbar Options:

[0]Force Ols SSL

[0]Allow Plaintext Auth over unencrypted streams

Port:5223/2222/443

[Note:

Check which one works in ur net connect.

U can use this command to test: telnet talk.google.com portnumber

replace port number by 2222 or 2223 or 443

]

Connect server:talk.google.com

PRoxy as given by ur isp

  1. @tofazzalh

    Oh, actually at past pidgin was named as GAIM. In gaim jabbar protocal was used to connect to gmail. Recent version is named as Pidgin and jabbar is named as XMPP. So u habe to use XMMP for gmail….

    I am updating the main post..

    Thanks

  2. brpther manchu,
    I did not find in Gmail any protocol named Jabbar. I donot understand this. besides, when I trided to connect to gmail, protocol shows XMPP. what is this mean? pls help with ur suggestions, thanks for tips.

  3. আমার মনে হয় আমার মতো অনেকেই পিজিনে গুগলটক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন, মানে কানেক্ট করতে পারে না বা কিছুক্ষন পর ssl hand shake failed এই ধরনের মেসেজ দেখিয়ে গুগল থেকে বের হয়ে যায়।
    জেইম বা পিজিনে গুগল এর জন্য মূল পোস্টের সাথে দেওয়া সেটিং কাজ না করলে নিম্নোক্ত সেটিং ব্যবহার করতে পারেন। আশা করি আমার মতো সমস্যার সম্মূখীন যারা হচ্ছেন তাদের উপকার হবে।

    Force old (port 5223) SSL: Checked
    Allow plaintext auth over unencrypted streams: Un-Checked
    Connect Port: 443 [পোর্ট পরিবর্তন করে সমস্যার দূর হয়েছে]
    Connect Server: talk.google.com
    Proxy type: Use Global Proxy Settings

Comments are closed.