in My Bengali Poems

ব-ফলা ও য-ফলা ( পথিক )

কয়েকটি স্বস্তা চকোলেট, পাঁচ টাকার ঝালমুড়ি,
আর কমসহযোগীতামূলক ঠান্ডা বাতাস,
পথ এবং পথিকের সেই চিরচেনা গল্পের একটা ছোট খন্ড ।।

নতুন আর পুরানা দিনের সেতু বন্ধন খুঁজতে পথিকের স্বরবর্ণের ব-ফলা আর ব্যঞ্জনবর্ণের য-ফলা …
একীভূত হয়ে একটা বড় বাবুদের গল্প ফাঁদে !

পথের কাছে পথিক অচেনা নয়, কম চেনা ।

পথিকের কাছে পথ সবসময় অচেনা, নতুন , আহ, মায়ারে 🙁

পথা একা না পথিক একা ? যুদ্ধ ?
তৃতীয় পক্ষ বটবৃক্ষ, শান্তি চাই নইলে জাত যাবে তো !

………………।
২৭।০১।২০১৩, মানচুমাহারা

ডায়েরীর পাতাঃ

ডায়েরীর পাতা