in Bangla Blogs, Tips and Tricks

কপাল ! লোকজন কেমনে বুঝল আমি বড় মনিদের ভিডিও দেখছি অমুক সাইটে !!

“কপাল ! লোকজন কেমনে বুঝল আমি বড় মনিদের ভিডিও দেখছি অমুক সাইটে !!”  এই রকম অনুভূতি যে কারো হতে পারে। তবে কেন  এবং কিভাবে অন্য কেউ বুঝে ফেলছে থলের বিড়াল 🙂 এমন প্রশ্ন মনে আসতেই পারে।

যাই হোক এতক্ষন মজা করছিলাম। তবে ঘটনা হচ্ছে অনেকেই অনেক সাইটে একটা নিউজ পড়ছে বা ভিডিও দেখছে বা ব্লগ পড়ছে তা আবার অন্য ফেসবুক বন্ধুরা জেনে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক। হঠাৎ আপনার ফেসবুকের হোম পাতায় দেখলেন একটা পোস্ট

“Mr. X watched a video on Dailymotion”


এরপর আপনি ক্লিক করলেন আর dailymotion এ গিয়ে ফেসবুক দিয়ে লগিন করলেন এবং একই ভিডিও বা অন্য ভিডিও দেখলেন।আপনার অন্য বন্ধুরা তাদের ফেসবুকের হোম পাতায় দেখলো আপনি অমুক ভিডিও দেখছেন অথবা অমুক, তমুক এই ভিডিও দেখেছেন। কথা হচ্ছে কেন হয় এটা ? আপনি যখন ডেইলইমোশন বা এই ধরনের সাইটে গিয়ে ফেসবুক আইডি দিয়ে লগিন করেন তাহলে আসলে ওদের বানানো একটা ফেসবুক এপ্লিকেশনে এক্সেস দিয়ে দিচ্ছেন যে আপনার হয়ে এপ্লিকেশনটি আপনার ওয়ালে পোস্ট করবে কিনা । আর নতুন টাইমলাইন ফিচার আসার পর যে সব এপ্পলিকেশন টাইমলাইন ফিচার সাপোর্ট করে ওরা আপনার টাইমলাইনে ভিডিও বা আর্টিকেল পড়ার বিষয়টা যুক্ত করে দিচ্ছে। তাই ইদানিং দেখা যায় কেউ হয়তো একটা ভিডিও দেখলো, সেইটা ফেসবুকে আসছে, অন্যকেউ ক্লিক করে দেখলে আবার সেই একই ঘটনা… !তাই কোন ফেসবুক এপ্লিকেশন যুক্ত করার আগে এবং পরে ভালো করে দেখে নিন আপনি এপ্লিকেশনটিকে কি এক্সস দিয়েছেন এবং কতটুকু দেওয়া উচিত। আপনার এপ্লিকেশন গুলোর সেটিং চেক করার জন্য ফেসবুকের একাউন্ট সেটিং এ গিয়ে Apps এ ক্লিক করুন এবং প্রতিটি এপ্লস এর সেটিং চেক করুন। ডেইলিমোশন এর জন্য উদাহরণ হিসাবে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বুঝার সুবিধার জন্য।

Dailymotion Apps Setting(Click for full View)

শেষে ভালো করে বুঝার জন্য আরো একটা উদাহরন দেই, কেউ যদি http://www.guardian.co.uk/ এর ফেসবুক এপ্স দিয়ে কোন নিউজ পড়েন তাহলে ফেসবুকের টাইমলাইনে যা আসে তা এই রকমঃ

Comments are closed.