in My Bengali Poems

স্থির চলাচল

আমার মাঝে মাঝে কিছু একলা সময় কাটে,
এমন নয় যে আমার আশে পাশে দুটো মানুষ নেই কিংবা
হাত তিনেক দূরে একটা টিভি নিজে থেকে সম্প্রচার করে যাচ্ছে তুমুল টক শো।
এত কিছুর মাঝেও আমি একলা সময় কাটাই।

মাঝে মাঝে আমি আমার একার জন্য কিছু সময় কাটাই,
একান্তে তুলে রাখা কিছু সময়,
প্রচন্ড শব্দের ভেতর নিঃশব্দ,
অনেকগুলো গনগনে মনের আশেপাশে আনমনে,
দুরন্ত চলাচলের মাঝে কিছু নিশ্চল সময় আমার চাই ই চাই।

//মানচুমাহারা , ১৪০৭২০১৩ , বিকাল, কাটাবন(অফিসে)

Write a Comment

Comment